shono
Advertisement

ইউক্রেন থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশে মোদির বিমান! ক্ষোভ উগরে দিল ইসলামাবাদ

গোটা বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে পাক মিডিয়ায়। পাকিস্তানের বিমান মন্ত্রক জানিয়েছে, ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান।
Published By: Kishore GhoshPosted: 10:52 PM Aug 25, 2024Updated: 10:57 PM Aug 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি চার দশক পর ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফর করেন নরেন্দ্র মোদি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও শান্তির বার্তা দিতে যান নমো। ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর প্রকাশ। এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী 'গুড উইল' বার্তা দেননি।

Advertisement

গোটা বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে পাক মিডিয়ায়। পাকিস্তানের বিমান মন্ত্রক জানিয়েছে, ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান। সকাল ১০টা বেজে ১৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১ মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে প্রধানমন্ত্রীর মোদির বিমান। ইসলামাবাদ অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে 'গুড উইল' বার্তা দেননি। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি পাক সরকার।

 

[আরও পড়ুন: ঈশ্বর কেজরিকে জেলমুক্ত করুন! স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনা সিসোদিয়ার]

প্রসঙ্গত, বালাকোট এয়ারস্ট্রাইকের পর অর্থাৎ ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পর থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। যদিও দু'বছর পর ভারতের বানিজ্যিক বিমানগুলির জন্য আকাশপথ খুলে দেয় পাকিস্তান। এর পর থেকে সরাসরি উড়ানে আমেরিকা যাওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করছে ভারতীয় বানিজ্যিক বিমানগুলি। যদিও সম্পর্কের তিক্ততা যে বিদ্যমান তা সাম্প্রতিক ঘটনায় ফের টের পাওয়া গেল। 

 

[আরও পড়ুন: ধর্ষণ, খুন… আন্দোলনের আড়ালে ষড়যন্ত্র কৃষকদের! ফের বিস্ফোরক কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোটা বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে পাক মিডিয়ায়। এই বিষয়ে পাকিস্তানের বিমান মন্ত্রক জানিয়েছে।
  • ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান।
Advertisement