shono
Advertisement

Breaking News

‘স্পেশ্যাল সেলফি’, প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন বিজেপি কর্মীর ছবি ভাইরাল

শনিবার চেন্নাই সফরে গিয়েছিলেন মোদি।
Posted: 09:07 AM Apr 09, 2023Updated: 11:13 AM Apr 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হল এক বিশেষ চাহিদাসম্পন্ন বিজেপি (BJP) কর্মীর। শনিবার চেন্নাই সফরে যাওয়া মোদির সঙ্গে সাক্ষাৎ হয় ওই তরুণের। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে একটি সেলফি তোলেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ারও করেন তিনি। কার্যতই ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।

Advertisement

ওই তরুণের নাম থিরু এস মণিকন্দন। তাঁর সঙ্গে ছবিটি শেয়ার করে মোদি (PM Modi) লেখেন, ‘একটি স্পেশ্যাল সেলফি… চেন্নাইয়ে আমার সঙ্গে দেখা হল থিরু এস মণিকন্দনের। তিনি এরোডের এক গর্বিত কার্যকর্তা। রয়েছেন বুথ প্রেসিডেন্টের সঙ্গে। বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তি, যিনি নিজের দোকান চালান।

[আরও পড়ুন: আদালতে দেখা হবে’, আদানি ইস্যুতে রাহুল গান্ধীর টুইটে রাগে অগ্নি শর্মা হিমন্ত]

তবে তাঁর সবচেয়ে উদ্দীপনাময় দিকটি হল তিনি তাঁর দৈনিক লাভের একটা অংশ বিজেপিকে দেন। এমন এক দলের কার্যকর্তা হিসেবে আমি গর্বিত, যেখানে থিরু এস মণিকন্দনের মতো মানুষরা রয়েছেন।’ সেই সঙ্গে ওই তরুণের জীবনযাত্রা এবং দল ও দলের আদর্শের প্রতি তাঁর দায়বদ্ধতা অনুপ্রেরণা ও উদ্দীপনাময় বলেই জানিয়েছেন মোদি।

শনিবার চেন্নাইয়ে ৫ হাজার ২০০ কোটি টাকার অসংখ্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি। তাঁর দাবি, তাঁদের দলের কর্মসংস্কৃতি ও দূরদর্শিতার ফলেই এই প্রাপ্তি সম্ভবপর হয়েছে।

[আরও পড়ুন: নৃশংস, বাড়িতে ঢুকে দলিত যুবতীকে ধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে দিল যুবক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement