সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কিন্তু এর আগে তাঁর সাক্ষাৎ হল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষার সঙ্গে। শুধু তাই নয়, ভ্যান্সের সন্তানদের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছেন মোদি। যার মধ্যে রয়েছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া।
প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) যখনই কোনও সফরে যান তখন সেই দেশের রাষ্ট্রনেতাদের জন্য নানা উপহার নিয়ে যান। যা সব সময়ই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে। এবারেও সেই ধারার অন্যথা হয়নি। আজ বৃহস্পতিবার মোদি দেখা করেন জেডি ভ্যান্স ও তাঁর পরিবারের সঙ্গে। দুই ছেলে ও এক কন্যাকে নিয়ে ভরা সংসার ভ্যান্স ও উষার। পরিবারের এই খুদে সদস্যদের জন্য উপহার নিতে ভোলেননি মোদি। ছোট্ট বিবেক ও ইওয়ান ব্লেইনের হাতে তুলে দেন কাঠের তৈরি ট্রেনের খেলনা সেট এবং ভারতীয় লোকচিত্র সমন্বিত একটি জিগস পাজল। যা পেয়ে বেজায় খুশি তারা।
এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির দেওয়া প্রত্যেকটি খেলনা তৈরি করার হয়েছে শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে। তাই প্রাকৃতিক উপদান ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয়নি এগুলো তৈরিতে। ট্রেনের খেলনা সেটটি তৈরি করা হয়েছে কাঠ, সবজি ও পরিবেশবান্ধব উপাদান দিয়ে। জিগস পাজলটি ভারতের সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য বহন করছে। এতে রয়েছে পশ্চিমবঙ্গের কালীঘাট পট চিত্রকলা, সাঁওতালি উপজাতির চিত্রকলা এবংমধুবনী চিত্রকলা-সহ বিভিন্ন লোকচিত্র। মোদির এই অভিনব উপহারের সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন জেডি ভ্যান্স।
উল্লেখ্যযোগ্যভাবে, ভ্যান্সের স্ত্রী উষার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন তিনি। গত বছর নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার স্ত্রীর অবদানের কথা স্বীকার করেছেন জেডি ভ্যান্স। উষার পূর্বপুরুষ অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন। প্রায় ৫০ বছর আগে ভারত ছেড়ে তাঁরা পাকাপাকিভাবে আমেরিকায় বসবাস শুরু করেন। ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডির সঙ্গে উষার আলাপ। ২০১৪ সালে খাঁটি ভারতীয় রীতি মেনে গাঁটছড়া বাঁধেন তাঁরা।