shono
Advertisement

নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চাইল বিরোধীরা

তুমুল উত্তেজনা এবং হই-হট্টগোলের জেরে গোটা দিনের জন্যই মুলতুবি হয়ে যায় লোকসভা৷ The post নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চাইল বিরোধীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:09 PM Nov 17, 2016Updated: 01:39 PM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০, ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল সংসদের দুই কক্ষ৷ নোট বাতিলকে কেন্দ্র করে অধিবেশনের শুরু থেকেই প্রবল বাগ-বিতণ্ডা শুরু হয় সংসদের দু’কক্ষেই৷ বিরোধী দলগুলির তরফ থেকে নোট বাতিলের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করা হয়৷ কিন্তু তুমুল উত্তেজনা এবং হই-হট্টগোলের জেরে গোটা দিনের জন্যই মুলতুবি হয়ে যায় লোকসভা৷

Advertisement

পাশাপাশি, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংসদভবনের সামনে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয়৷ অন্যদিকে, রাজ্যসভায় নোট বাতিলকে কেন্দ্র করে আলোচনা জারি রাখার প্রচেষ্টা চলতে থাকে৷ এদিন কংগ্রেসের তরফ থেকে নোট বাতিল ও সাধারণ মানুষের সমস্যার ইস্যুতে আলোচনার দাবি তোলা হয়৷ কিন্তু সেখানেও হই-হট্টগোলের জেরে অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়৷

কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু কংগ্রেসের এই দাবির কথা উল্লেখ করে এক বিবৃতিতে জানান, সরকার নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত৷ এই বিষয়ে তাঁদের যাবতীয় মতামত শুনতেও আগ্রহী সরকার৷

The post নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চাইল বিরোধীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement