সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, তিনি ছিলেন একজন হৃদয়বান রাষ্ট্রনায়ক, একজন দুর্দান্ত প্রশাসক এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্ব।
১৯৩৫-এর ১১ ডিসেম্বর জন্ম প্রণব মুধোপাধ্যায়ের। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হওয়ার আগে একাধিক মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। ২০২০ সালের ৩১ আগস্ট ৮৪ বছর বয়সে প্রয়াত হন প্রণব। বুধবার মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, "জন্মদিনে স্মরণ করছি শ্রী প্রণব মুখোপাধ্যায়কে। প্রণববাবু ছিলেন একজন হৃদয়বান ব্যক্তিত্ব, অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, একজন দুর্দান্ত প্রশাসক এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্ব।"
মোদি যোগ করেন, "ভারতের উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। কোনও বিষয়ে গোষ্ঠী নির্বিশেষে ঐক্যমত্য গড়ে তোলার এক অনন্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। এই সক্ষমতার নেপথ্যে ছিল তাঁর ব্যাপক প্রশাসনিক অভিজ্ঞতা এবং ভারতীয় সমাজ ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান। তাঁর বৃহৎ আদর্শকে বাস্তবায়িত করতে আমরা কাজ করে যাব।"
দলীয় রাজনীতির ক্ষেত্রে বিপরীত মেরুর প্রণব শেষ জীবনে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সভায় যোগ দিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে সেই সময়। ভারতরত্নের মতো সম্মানের পিছনে রাজনৈতিক অঙ্ক থাকার দাবি তোলেন সংযুক্ত জনতা দলের নেতা দানিশ আলি। আপের তরফেও কটাক্ষ করে সমাজমাধ্যমে লেখা হয়, ‘সঙ্ঘের শাখায় এক বার যাও, আর রত্ন হয়ে যাও।’ পালটা প্রণব বলেন, "আমি সিংহের গুহায় ঢুকেছিলাম। সেখানে ঢুকেই ওদের বোঝাতে চেয়েছিলাম, ওরা কোথায় ভুল করছে।" শেষ বইয়ে মোদির প্রচ্ছন্ন সমালোচনাও করেন প্রণব। সেখানে তাঁর পরামর্শ, "বিরোধীদের হেলাফেলা না করে তাঁদের বক্তব্য শোনা উচিত প্রধানমন্ত্রীর।"