সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশিত সাফল্য এসেছে বিহার থেকে। সেই আনন্দে বুধবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দপ্তরের দলীয় কর্মীদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রায় মিনিট পঁয়তাল্লিশের ভাষণে বললেন অনেক কিছুই। বিহারের ফলাফল হাতে নিয়ে আগামী বছর বাংলার ভোটে ঝাঁপিয়ে পড়তে যখন টগবগিয়ে ফুটছেন বঙ্গের বিজেপি কর্মী, তখনই যেন তাঁদের আরও চাঙ্গা করল মোদির ভোকাল টনিক। নাম না করে বাংলার তৃণমূল (TMC) সরকারকে তিনি বিঁধলেন রাজনৈতিক হত্যা ইস্যুতে। বললেন, ”দেশের কিছু জায়গায় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। কিন্তু এভাবে সংখ্যাগরিষ্ঠের জনসমর্থন পাওয়া যাবে না।”
বিজেপির বিহার জয়ের পর এ রাজ্যের গেরুয়া ব্রিগেড আরও বাড়তি উৎসাহ পেয়েছে। প্রতিবেশী রাজ্য দখলের উদাহরণ তুলে ধরে এবার ‘মিশন বাংলা’-র লক্ষ্যে বিজেপির স্লোগান – ‘এবার বাংলা পারলে সামলা।’ বুধবার সোশ্যাল মিডিয়ায় এই স্লোগানেই তুলে ঝড় তুলেছে বিজেপি নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় বিজেপির এই প্রচার বাংলায় জনমত গঠনের একটা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: বিহারে জয়ের জন্য মহিলা ভোটারদের ধন্যবাদ মোদির, দীর্ঘ ভাষণে নাম নেই নীতীশের]
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় টুইট করে বলেছেন, “গণতন্ত্রে জনতাই সব। পশ্চিমবঙ্গের জনগণের সামনে মমতা সরকারের আসল চেহারা বেরিয়ে গিয়েছ। তৃণমূল সরকারের উপর ত্রস্ত বাংলার মানুষ। বিজেপির পালে এখন হাওয়া বইছে। এবার বাংলা পারলে সামলা।” একই স্লোগান তুলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, রাজ্য নেতা সায়ন্তন বসুরা টুইট করেছেন।
[আরও পড়ুন: ‘কমল নাথের মুখ পুড়েছে’, নিজে হেরেও খুশি ‘আইটেম’ কটাক্ষের শিকার বিজেপি নেত্রী]
রাজ্য বিজেপি নেতাদের একাংশের কথায়, বিহারে যদি এনডিএ হারত, তাহলে এখানে শাসকদল তৃণমূল উৎসাহিত হত। কিছুটা হলেও মনোবল ধাক্কা খেত বিজেপির সাধারণ কর্মী-সমর্থকদের। কাজেই বাংলার বিধানসভা ভোটের ঠিক আগে বিহারে এনডিএ-র ক্ষমতা দখল নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উৎসাহিত করেছে। সেই উৎসাহের ছবি এদিন ধরা পড়েছে রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলিধর সেন লেনেও।