shono
Advertisement

‘দেশের হৃদয়কে চূর্ণ করা হয়েছে’, জরুরি অবস্থা নিয়ে সংসদে কংগ্রেসকে তোপ মোদির

জরুরি অবস্থা জারির ৪৪তম বার্ষিকীতে সংসদে ভাষণ নরেন্দ্র মোদির৷ The post ‘দেশের হৃদয়কে চূর্ণ করা হয়েছে’, জরুরি অবস্থা নিয়ে সংসদে কংগ্রেসকে তোপ মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Jun 25, 2019Updated: 10:23 PM Jun 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার সংসদে ভাষণ দিতে ওঠেন নরেন্দ্র মোদি৷ এবং কাকতালীয় ভাবে এদিনই জরুরি অবস্থা জারির ৪৪তম বার্ষিকী৷ ফলে কোনওভাবেই সুযোগ নষ্ট করলেন না প্রধানমন্ত্রী৷ বাগে পেয়ে জরুরি অবস্থা জারি নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন নরেন্দ্র মোদি৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনার করে জানালেন, কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য একজন দেশের হৃদয়কে চূর্ণ করেছিলেন৷ দেশের মানুষের সঙ্গে ক্ষমার অযোগ্য অন্যায় করা হয়েছিল৷ এই দাগ কোনওদিন মোছা যাবে না৷

Advertisement

[ আরও পড়ুন: শিশুমৃত্যুর প্রতিবাদের মাশুল! বিহারে এফআইআর দায়ের ৩৯ জন সন্তানহারার বিরুদ্ধে]

সোমবারের ভাষণে দলের শাসনকালে দেশের একাধিক উন্নয়মমূলক কাজের খতিয়ান তুলে ধরে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷ এদিন তারও পালটা দেন প্রধানমন্ত্রী৷ বহরমপুরের সাংসদের বক্তব্য উল্লেখ করে নরেন্দ্র মোদি কটাক্ষের সুরে জানান, অধীর চৌধুরি কংগ্রেসের অনেক সাফল্য তুলে ধরেছেন৷ কিন্তু জরুরি অবস্থার প্রসঙ্গ উল্লেখ করতে ভুলে গিয়েছেন৷ সংসদের জবাবি ভাষণে মোদি বলেন, ‘‘কারা জরুরি অবস্থা জারি করেছিল? কারা সংবিধানকে পদদলিত করেছিল? কারা সংবাদমাধ্যম এবং দেশের আইন ব্যবস্থার কণ্ঠরোধ করেছিল? ওই অন্ধকারাচ্ছন্ন দিনগুলি দেশের মানুষ ভুলতে পারবে না৷ কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ২৫ জুন রাতে দেশের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করা হয়েছিল৷’’

[ আরও পড়ুন:  মহিলার মোবাইল চুরি সরকারি ক্লার্কের! ভাইরাল বেধড়ক মারের ভিডিও ]

এখানেই শেষ নয়, বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে ‘সুপার এমার্জেন্সি’ জারির যে অভিযোগ করছে, এদিন সেই সামালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানান, ‘‘জরুরি অবস্থার মতো এই সরকার কোনও সাধারণ মানুষকে কারাবন্দি করে না৷ গণতন্ত্রকে মর্যাদা দিয়েছে সরকার৷ আইনানুযায়ী দোষীরা শাস্তি পেয়েছে৷’’

The post ‘দেশের হৃদয়কে চূর্ণ করা হয়েছে’, জরুরি অবস্থা নিয়ে সংসদে কংগ্রেসকে তোপ মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement