shono
Advertisement

Breaking News

এখনই রাম মন্দির নয়, জল্পনা উড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী

শুনানিতে বাধা দিচ্ছে কংগ্রেস, অভিযোগ মোদির৷ The post এখনই রাম মন্দির নয়, জল্পনা উড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Jan 01, 2019Updated: 08:51 PM Jan 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই রাম মন্দির নির্মাণের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদি স্পষ্ট ভাষায় জানালেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য কোনও অর্ডিন্যান্স আনার কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, তিনি মন্দির নির্মাণে প্রধান বাধা হিসাবে কাঠগড়ায় তুললেন কংগ্রেসকে৷

Advertisement

[কতটা গভীরে আইএস-এর শিকড়? জানতে ফের তল্লাশি NIA-এর]

মঙ্গলবারের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ইস্তেহারে বিজেপি আগেই বলেছিল যে, সংবিধানের আওতায় থেকে আমরা এই বিষয়ে সমাধানসূত্র বের করব৷ তাই আগে আইনি প্রক্রিয়া শেষ হোক৷ তারপর সেই প্রক্রিয়া শেষে সরকার হিসাবে আমাদের যা কর্তব্য পালন করা উচিত, আমরা সেই কর্তব্য পালন করতে প্রস্তুত৷’’ এমনকী, এখনও রাম মন্দির তৈরি না হওয়ার জন্য তিনি দোষারোপ করেন কংগ্রেসকে৷ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মন্দির নির্মাণের শুনানিতে শীর্ষ আদালতে বারবার বাধার সৃষ্টি করছেন কংগ্রেসের আইনজীবীরা৷ তাই পিছিয়ে যাচ্ছে মন্দির নির্মাণের কাজ৷

[বছরের প্রথম দিনেও অশান্ত কাশ্মীর, সীমান্তে হামলা পাকিস্তানের]

প্রসঙ্গত, এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে অযোধ্যা মামলা৷ কিন্তু বিতর্কিত ওই জমিতে মন্দির নির্মাণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে আরএসএস, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ তাঁদের দাবি, অর্ডিন্যান্স এনে রাম মন্দির গড়ার পথ প্রশস্ত করতে হবে মোদি-শাহদের৷ তা না হলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংগঠনগুলি৷ স্পষ্ট ভাষায় আরএসএস জানিয়েছে, প্রয়োজনে ১৯৯২-এর মতো আন্দোলনে যাবে তাঁরা। এমনকী, মন্দির ইস্যুতে দলের অন্দরেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নির্ভরযোগ্য সেনাপতি অমিত শাহকে৷

The post এখনই রাম মন্দির নয়, জল্পনা উড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement