সুদীপ রায়চৌধুরী: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বাংলায় সভার দিনবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ মার্চ নয়, ৮ মার্চ – নারী দিবসকে সামনে রেখে ওইদিনই বারাসতে (Barasat) জনসভা করবেন প্রধানমন্ত্রী। ওইদিন তিনি সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের সঙ্গে কথা বলবেন। ওয়াকিবহাল মহলের মত, নারী দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে ‘নারী নির্যাতন’-এর কথা শুনে সুরাহার চেষ্টা করবেন মোদি। সেই কারণেই দিনবদল বলে মনে করা হচ্ছে।
চব্বিশের লোকসভা ভোটের দামামা প্রায় বেজেই গিয়েছে। আগামী মাসেই দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে সব রাজনৈতিক শিবিরে সাজ সাজ রব। সূত্রের খবর, বাংলার মাটিকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেরুয়া শিবিরের প্রচার শুরু করছেন। আগামী ১ মার্চ আরামবাগে তাঁর সভা। এর পর ২ তারিখ কৃষ্ণনগরে সভা করার কথা। আবার ৬ তারিখ বারাসতের সভা থেকে উত্তপ্ত সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলতে পারেন মোদি, এমন সম্ভাবনা রয়েছে। আর এই সূচিতেই বদলের খবর পাওয়া গেল।
[আরও পড়ুন: ১৯ এপ্রিল এক দফায় লোকসভা ভোট! সোশাল মিডিয়ায় ভাইরাল সূচি, মুখ খুলল কমিশন]
জানা যাচ্ছে, ৬ মার্চের বদলে ৮ তারিখ বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলাদের সঙ্গে কথা বলবেন। নারী দিবসকে সামনে রেখেই এই পরিবর্তন বলে মত ওয়াকিবহাল মহলের একাংশ। এদিকে, মোদির এই সফরকে স্বাগত জানিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বক্তব্য, ”গত আড়াই বছরে মোদি কেন, কেন্দ্রের কোনও মন্ত্রীই কি এই আরামবাগ বা বারাসতে এসেছেন? খোঁজ নিয়েছেন বাংলার মানুষ কেমন আছেন? কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছে কি না,এসব জানতে চেয়েছে? তাই তো বলি, বিজেপি বসন্তের কোকিল। পরিযায়ী। ভোট এলেই ওরা ডেলি প্যাসেঞ্জারি করছে।”