shono
Advertisement

২০২২-এর মধ্যে প্রত্যেকের নিজের বাড়ি হবে: প্রধানমন্ত্রী

মীরাটে নির্বাচনী প্রচারে বললেন মোদি... The post ২০২২-এর মধ্যে প্রত্যেকের নিজের বাড়ি হবে: প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:27 PM Feb 04, 2017Updated: 10:57 AM Feb 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী-কংগ্রেস-অখিলেশ-মায়াবতী! প্রত্যেকের ইংরেজি নামের আদ্যক্ষর জুড়লে হয় ‘স্ক্যাম’ বা কেলেঙ্কারি৷ ঠিক এই ভাষাতেই শনিবার মীরাটের সভা থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, উত্তরপ্রদেশকে এই ‘স্ক্যাম’-এর হাত থেকে উদ্ধার করতে বিজেপিকে দরকার৷ উত্তরপ্রদেশে এদিন নির্বাচনী প্রচারে গিয়ে এই কথাই বললেন প্রধানমন্ত্রী৷ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে সাত দফার বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে৷

Advertisement

এদিনের সভায় কী বললেন মোদি, পড়ুন একনজরে:

১. জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইক অনেকেই দেশের মধ্যেই প্রশ্ন তুলছেন৷

২. ভুলে যাবেন না, গত ৪০ বছর ধরে কেন্দ্রীয় সরকার জওয়ানদের ‘এক পদ, এক পেনশন’ নিয়ে টালবাহানা করছিল৷ বিজেপি সরকার এসেই প্রকল্পটি চালু করেছে৷

৩. ক্ষমতায় এলে আখচাষিদের ঋণ মকুব করে দেওয়া হবে৷

৪. ২০২২ সালের মধ্যে প্রত্যেকের নিজেদের বাড়ি হবে৷ এই লক্ষ্যে কেন্দ্র ‘ভিশন ২০২২’ উদ্যোগ গ্রহণ করেছে৷

৫. উত্তরপ্রদেশের তখত নিয়ে কখনও বাবা-ছেলে, আবার কখনও কাকা-ভাইপোর মধ্যে দ্বন্দ্ব৷ কী হচ্ছে এটা? কী দশা হয়েছে উত্তরপ্রদেশের৷

৬. উত্তরপ্রদেশই আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে৷ আমি সেই ঋণ শোধ করব৷

৭. আমি দিল্লিতে থাকলেও উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছি৷ কিন্তু ২৫০ কোটি টাকা খরচই করেনি রাজ্য সরকার৷

৮. সময় এসে গিয়েছে উত্তরপ্রদেশকে দেশের শ্রেষ্ঠ রাজ্য বানানোর৷

The post ২০২২-এর মধ্যে প্রত্যেকের নিজের বাড়ি হবে: প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement