shono
Advertisement
Ayushman Bharat

'রাজনৈতিক বাধায় বঞ্চিত মানুষ', 'আয়ুষ্মান ভারত' নিয়ে বাংলার শাসকদলকে তোপ প্রধানমন্ত্রীর

তৃণমূলের বক্তব্য, "দুর্ভাগ্যজনকভাবে নাটক করছেন প্রধানমন্ত্রী। মানুষকে বিভ্রান্ত করার জন্য নাটকীয় রাজনীতি করেছেন।"
Published By: Subhajit MandalPosted: 04:12 PM Oct 29, 2024Updated: 05:05 PM Oct 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আয়ুষ্মান ভারত' প্রকল্প কার্যকর না করায় ফের সর্বভারতীয় মঞ্চ থেকে বাংলাকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একই সঙ্গে নিশানা করলেন দিল্লির আম আদমি পার্টির সরকারকেও। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যবিমা প্রকল্পের সূচনা মঞ্চে মোদি বললেন, "আমি গোটা দেশের মানুষকে সাহায্য করতে পারি। কিন্তু বাংলা এবং দিল্লির মানুষকে আমি সহায়তা করতে পারি না। কিছু মানুষ রাজনীতির স্বার্থে ওই দুই রাজ্যের অসুস্থ মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করছে।"

Advertisement

মঙ্গলবার প্রধানমন্ত্রী বললেন, "একটা সময় চিকিৎসা করাতে গিয়ে মানুষকে ঘরবাড়ি-ঘটি বাটি সব বেচে দিতে হত। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারার অসহায়তা মানুষকে বিব্রত করত। আমি আমার গরিব ভাইবোনেদের সেই অসহায়তা দেখতে পারতাম না। সেকারণেই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্ম।" প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত দেশের প্রায় ৪ কোটি মানুষ এই প্রকলের সুবিধা পেয়েছেন। বঞ্চিত শুধু দিল্লি এবং বাংলার বাসিন্দারা।

বাংলার তৃণমূল এবং দিল্লির আম আদমি পার্টির সরকারকে একযোগে নিশানা করে প্রধানমন্ত্রী বললেন, "আমি দিল্লি এবং বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি আপনাদের সেবা করতে না পারায়। আমি জানি আপনারা সমস্যায়, তাও আপনাদের সেবা করতে পারছি না।" এর পরই মোদির তির, "এভাবে শুধু রাজনীতির স্বার্থে রাজ্যের অসুস্থ মানুষকে বঞ্চিত করাটা মানবিকতার পরিচয় নয়। আমি হয়তো গোটা দেশের মানুষের সেবা করতে পারছি, কিন্তু রাজনৈতিক বাধা আমাকে দিল্লি এবং বাংলার প্রবীণ নাগরিকদের সেবায় বাধা দিচ্ছে।"

দেশজুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকলেও বাংলায় তা চালু করেনি রাজ্য সরকার। রাজ্যের শাসকদলের বক্তব্য, কেন্দ্র আয়ুষ্মান ভারত চালু করার আগে থেকেই রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু আছে। বাংলার প্রত্যেক নাগরিক সেই প্রকল্পের সুবিধা পায়। কেন্দ্রের প্রকল্পের মতো নানারকম শর্তাবলি চাপানো হয় না। সার্বিকভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যবহারিক প্রয়োগও অনেক বেশি। সেকারণেই আয়ুষ্মান ভারত কার্যকর করা হয়নি। সেই যুক্তিতেই প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদলের তরফে কুণাল ঘোষের বক্তব্য, "দুর্ভাগ্যজনকভাবে নাটক করছেন প্রধানমন্ত্রী। মানুষকে বিভ্রান্ত করার জন্য নাটকীয় রাজনীতি করেছেন। উনি বলছেন মানুষ পাচ্ছে, বলছেন না এটার শর্ত কী কী? আপনি যে স্মার্ট ফোন থাকলে পাবেন না, আরও একাধিক শর্ত রয়েছে সেগুলোতে অর্ধেক মানুষ তো পাবেন না। অন্যদিকে, স্বাস্থ্যসাথীতে সবটা কভার হয়, পরিবারের সকলের সব অবস্থায় মানুষ সুরক্ষিত।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'আয়ুষ্মান ভারত' প্রকল্প কার্যকর না করায় ফের সর্বভারতীয় মঞ্চ থেকে বাংলাকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
  • একই সঙ্গে নিশানা করলেন দিল্লির আম আদমি পার্টির সরকারকেও।
  • প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যবিমা প্রকল্পের সূচনা মঞ্চে মোদি বললেন, "আমি গোটা দেশের মানুষকে সাহায্য করতে পারি।"
Advertisement