shono
Advertisement

২০২৪-এ ফের ‘হিন্দু হৃদয় সম্রাট’ হবেন মোদি, খোঁচা শশী থারুরের

লোকসভা নির্বাচনের আগে নিজের দলকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ।
Posted: 04:41 PM Dec 29, 2023Updated: 05:22 PM Dec 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব অস্ত্র শেষ। এবার নিজেদের শেষ অস্ত্র হিসাবে ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিন্দু হৃদয় সম্রাট হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি। মূলত দেশে-বিদেশে মন্দির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন থারুর।

Advertisement

আগামী ২২ জানুয়ারী অযোধ্যার রামমন্দিরে (Ram Temple) প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় দেশের বাইরেও মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহীর সেই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার সেই মন্দিরের উদ্বোধনও করবেন তিনিই। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি মোদির হাতেই উদ্বোধন হবে মন্দিরটির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। সেই খবর প্রকাশ্যে আসার পরই থারুর আক্রমণ করেছেন মোদিকে।

[আরও পড়ুন: সেঞ্চুরিয়নে হারের খেসারত, WTC পয়েন্ট টেবিলে বাংলাদেশ-পাকিস্তানেরও নীচে ভার‍ত]

তিরুঅনন্তপুরমের সাংসদ বলছেন, সেই ২০০৯ সাল থেকে বিজেপি নরেন্দ্র মোদিকে বিকাশ পুরুষ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে। সেসময় গুজরাটের উন্নয়ন মডেলের মুখ ছিলেন মোদি। তাঁকে কাছে পেয়ে ভোটাররা যেন সোনা হাতে পেয়ে যান। ২০১৯ সালে নোট বাতিলের পর সেই ধারণা ভেঙে পড়ায় পুলওয়ামা হামলাকে হাতিয়ার করে প্রতিরক্ষার মানে ভোট করিয়েছেন মোদি। এবার ২০২৪ সালে এসে এটা স্পষ্ট যে মোদি নিজের পুরনো অস্ত্রে ব্যবহার করতে চলেছেন। হিন্দু হৃদয় সম্রাট হতে চলেছেন।”

[আরও পড়ুন: স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছে ইংরেজরাই, নাগপুরের সভায় একী বললেন রাহুল!]

বস্তুত মোদি যে ২০২৪ নির্বাচনে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট হিসাবে তুলে ধরতে চাইছেন সেটা কারও অজানা নয়। বিজেপিও রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গুচ্ছ পরিকল্পনা করে রেখেছে। উদ্দেশ্য, লোকসভা ভোট পর্যন্ত গোটা দেশে হিন্দুত্বের হাওয়া তুলে দেওয়া। আর সেই হাওয়ার কেন্দ্রীয় চরিত্রে অবশ্যই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেটাই আশঙ্কার মূল কারণ কংগ্রেস (Congress) তথা থারুরদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement