shono
Advertisement

তেজ বাহাদুর কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে তথ্য চাইল পিএমও

প্রধানমন্ত্রীর দপ্তরের সাড়ায় খুশি বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের স্ত্রী৷ The post তেজ বাহাদুর কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে তথ্য চাইল পিএমও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 PM Jan 12, 2017Updated: 02:58 PM Jan 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানতে চাওয়া হল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের অভিযোগের বিষয়ে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যাওয়া হয়েছে পিএমও থেকে৷

Advertisement

সেনার সীমান্ত সুরক্ষা বিভাগের ২৯ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিলেন জওয়ান তেজ বাহাদুর৷ জানুয়ারি মাসের আট তারিখ একটি ভিডিও প্রকাশ করে সেনার নিম্নমানের খাবার সরবরাহের কথা ফাঁস করেন তিনি৷ ভাইরাল এই ভিডিওতেই ঝড় ওঠে গোটা দেশে৷ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তবে সেনার তরফে দাবি জানানো হয়েছিল, প্রথম থেকেই বিশৃঙ্খল ও মদ্যপ ওই জওয়ান৷

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

সেনার প্রতিক্রিয়ার তীব্র প্রতিবাদ করেছিলেন তেজ বাহাদুরের স্ত্রী শর্মিলা ও ছেলে রাহুল৷ শর্মিলা জানতে চেয়েছিলেন, যদি তাঁর স্বামী বিশৃঙ্খল ও মদ্যপই হন তাহলে সেনার হয়ে কাজ করছেন কী করে? পরে তেজ বাহাদুরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেনার দুর্নীতি ফাঁস করার অপরাধে বিএসএফ জওয়ানকে মজদুরের মতো কাজ করতে হচ্ছে৷

এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তথ্য জানতে চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তেজ বাহাদুরের স্ত্রী শর্মিলা৷ তিনি জানান, আমার স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই অব্যবস্থার কথা তুলে ধরতে চেয়েছিলেন৷ তিনি সেই কাজে সফল৷

প্রসঙ্গত তেজ বাহাদুরে ঘটনার পরই প্রকাশ্যে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পাঠানো আরও এক জওয়ানের চিঠি ফাঁস হয়ে যায় সম্প্রতি৷ প্রায় ৯ পাতার ওই গোপন চিঠিতে সেনার অন্দরের কোনও গোপন কথা জানাতেই রাখঢাক করেননি তিনি৷ বৃহস্পতিবারই তেজ বাহাদুরের প্রসঙ্গ তুলে বঞ্চনার অভিযোগ জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন আরও এক সিআরপিএফ জওয়ান৷ প্রায় ২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিও-য় জিত সিং দাবি করেছেন, সেনাবাহিনীর নিয়মিত সদস্যরা পেনশন-সহ যে যে সুবিধা পান, সিআরপিএফ জওয়ানরা তার ছিঁটেফোটাও পান না৷

তেজ বাহাদুরের পর বঞ্চনার অভিযোগে সরব আরও এক জওয়ান

খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের

The post তেজ বাহাদুর কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে তথ্য চাইল পিএমও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement