shono
Advertisement

Breaking News

সিদ্দারামাইয়ার সামনেই ‘মোদি মোদি’ শব্দব্রহ্ম কর্নাটকে, মুখ্যমন্ত্রীর ‘জ্বালা’ বাড়িয়ে কী বললেন প্রধানমন্ত্রী

সিদ্দারামাইয়ার শরীরী ভাষায় অস্বস্তির চিহ্ন ছিল স্পষ্ট।
Posted: 07:28 PM Jan 19, 2024Updated: 07:28 PM Jan 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জনপ্রিয়তা যে আজও অটুট, তা কদিন আগেই মেনে নিয়েছিলেন খোদ কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। রাহুলের থেকে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা বেশি, এমন দাবি করে পড়েছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের রোষের মুখে। এবার কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) মোদির সঙ্গে এক মঞ্চে বসে জনতার ‘মোদি মোদি’ শব্দব্রহ্মের সাক্ষী হলেন। সেই সঙ্গে শুনলেন মোদির টিপ্পনী।

Advertisement

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে মোদি (PM Modi) কথা বলার সময় আচমকাই উপস্থিত জনতা চিৎকার করতে থাকে, ”মোদি মোদি” করে। সেই চিৎকার শুনে স্বাভাবিক ভাবেই বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী। খানিক পরে মৃদু হেসে সিদ্দারামাইয়ার দিকে তাকিয়ে বলেন, ”মাননীয় মুখ্যমন্ত্রী, এমনটা তো হয়েই থাকে।” যা শুনে সিদ্দারামাইয়াও হাসতে থাকেন। কিন্তু তাঁর শরীরী ভাষায় অস্বস্তির চিহ্ন ছিল স্পষ্ট।

[আরও পড়ুন: ‘যৌনসুখ ঈশ্বরের উপহার’, ভ্যাটিকানে বললেন পোপ ফ্রান্সিস]

গত বছর অর্থাৎ ২০২৩ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল কংগ্রেস। ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে জয়লাভ করে হাত শিবির। এই জয়ে স্বাভাবিক ভাবেই মুখ পুড়েছিল রাজ্যের গেরুয়া শিবির নেতৃত্বের। এহেন পরিস্থিতিতে রাজ্যে এত বেশি আসনে জেতা সিদ্দারামাইয়ার সামনেও অব্যাহত রইল মোদি ম্যাজিক।

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে মোদি বলেন, দেশে বিমানের চাহিদা বাড়ছে। বিশ্বের বিমান নির্মাণ বাজারকে নতুন করে শক্তি জোগাচ্ছে ভারত। সেই সঙ্গে বিমান পরিষেবা ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

[আরও পড়ুন: ভক্তদের ‘জয় শ্রীরাম’ শব্দব্রহ্মে চাপা পড়ছে ‘ওদের’ যন্ত্রণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement