shono
Advertisement

সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল। The post সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:02 PM Dec 25, 2018Updated: 01:11 PM Dec 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কবি। অবশেষে ৯৪ বছর বয়সে দেহ রাখলেন।

Advertisement

[প্রয়াত প্রবাদপ্রতীম সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়]

১৯২৪ সালের ১৯ অক্টোবর জন্মেছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পঞ্চাশের দশকে অবিভক্ত বাংলায় তাঁর লেখনি সাড়া ফেলে দিয়েছিল। তাঁর শব্দের ধার সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। তাঁর উল্লেখযোগ্য কবিতা সংকলনের মধ্যে রয়েছে ‘নীল নির্জন’, ‘অন্ধকার বারান্দা’, ‘সময় বড় কম’, ‘ঘুমিয়ে পড়ার আগে’। ১৯৭৪ সালে ‘উলঙ্গ রাজা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে বিজ্ঞানে ডক্টরেট সম্মান দেওয়া হয়েছিল। অজস্র কবিতার পাশাপাশি বেশ কিছু গোয়েন্দা গল্পও লিখেছিলেন তিনি। দীর্ঘদিন ‘আনন্দমেলা’র সম্পাদকের ভূমিকাতেও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে সাহিত্যের একটি বড় অধ্যায় শেষ হল।

[দীর্ঘ রোগভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন]

গত বছরই স্ত্রী বিয়োগ হয়েছিল তাঁর। বার্ধক্যজনিত কারণে ধীরে ধীরে তাঁরও শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। বড়দিনের সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিরঘুমে চলে গেলেন বর্ষীয়ান কবি। সাহিত্য জগতে নক্ষত্রপতন ঘটল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল।

The post সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement