shono
Advertisement

একাধিক অভিযোগ, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার শাহজাহানের সঙ্গী আমির আলি গাজি

আমির আলি গাজিকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত।
Posted: 04:09 PM Feb 29, 2024Updated: 04:20 PM Feb 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে বসিরহাটের মিনাখাঁ থেকে গ্রেপ্তার শাহজাহান (Shahjahan Sheikh), আর দুপুর না গড়াতেই তাঁর সাগরেদ আমির আলি গাজির গ্রেপ্তারির খবর মিলল ভিনরাজ্য থেকে। ধর্ষণের অভিযোগে ঝাড়খণ্ড (Jharkhand) থেকে পুলিশের জালে আসা আমির আলি গাজিকে এখানে এনে বসিরহাট (Basirhat) আদালতে পেশ করে বসিরহাট থানার পুলিশ। তাকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  

Advertisement

শাহজাহানের সাগরেদ হিসেবে সন্দেশখালিবাসীর কাছে আমির আলি গাজিও ছিলেন ‘ত্রাস’। তাঁর বিরুদ্ধেও জমি দখল, হুমকি, মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণের চেষ্টার মতো একাধিক অভিযোগ ছিল। সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর পর থেকেই শাহজাহান ও তাঁর দলবলের মধ্যে পুলিশের নজর ছিল আমির আলি গাজির দিকেও।  তবে এতদিন এলাকাছাড়া ছিলেন গাজি। 

[আরও পড়ুন: সংসারে আসছে নতুন সদস্য, তারিখ জানালেন দীপিকা-রণবীর]

বুধবার রাতে মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তার পর থেকে আমির আলি গাজির উপর নজরদারি আরও বাড়ানো হয়। তাঁর মোবাইল ট্র্যাক করে শেষমেশ ঝাড়খণ্ডের রৌরকেল্লায় তাঁর হদিশ মেলে। বুধবারই সেখানে পৌঁছয় বসিরহাট থানার পুলিশের একটি দল। হাতেনাতে গ্রেপ্তার করা হয় আমির আলি গাজিকে। তাঁকে নিয়ে বসিরহাটে আসেন তদন্তকারীরা। বৃহস্পতিবার তাঁকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে। আপাতত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমির আলি গাজিকে জেরা করে তাঁদের কুকীর্তির আরও অনেক হদিশ পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 

[আরও পড়ুন: সাদা জুতো পায়ে, শাহজাহান যায়! আদালতে রাজকীয় মেজাজে প্রবেশ সন্দেশখালির ‘বাদশা’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার