shono
Advertisement

Breaking News

বড় সাফল্য বাংলাদেশ পুলিশের, পুরসভার মধ্যে থেকে গ্রেপ্তার ৭ জঙ্গি

ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ ও দু’টি পেন ড্রাইভ উদ্ধার করেছে পুলিশ৷ The post বড় সাফল্য বাংলাদেশ পুলিশের, পুরসভার মধ্যে থেকে গ্রেপ্তার ৭ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:04 PM Oct 21, 2018Updated: 07:04 PM Oct 21, 2018

সুকুমার সরকার, ঢাকা: জঙ্গি দমন অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বাংলাদেশ সরকার৷ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পুরসভার মধ্যে থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা দলের সাত সদস্যকে আটক করল পুলিশ৷ রবিবার চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিক বৈঠক করে সাত জঙ্গিকে গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আনেন৷

Advertisement

[বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গাদের পাশে দাঁড়াল জাপান]

এর আগে শনিবার বিকেলে পুরসভার এক নম্বর ওয়ার্ডের কেরোয়া গ্রামের বাসিন্দা আবু রায়হানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, শনিবার বিকেলে উত্তর কেরোয়া গ্রামের সৌদি প্রবাসী আবু রায়হানের বাড়িতে জঙ্গি সংগঠনের সদস্যরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে। ধৃতদের কাছ থেকে দু’টি ল্যাপটপ, দু’টি পেন ড্রাইভ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

[প্রয়াত বাংলাদেশি রক মিউজিকের প্রাণপুরুষ আয়ুব বাচ্চু]

উদ্ধার হওয়া ল্যাপটপ, দু’টি পেন ড্রাইভে কোনও নাশকতার নীলনকশা লুকিয়ে আছে কিনা, বা জঙ্গি নেটওয়ার্কের কোনও তথ্য পাওয়া যায় কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ল্যাপটপ, দু’টি পেন ড্রাইভ ও উদ্ধার হওয়া মোবাইলগুলি ইতিমধ্যেই ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে বাংলাদেশ পুলিশ সূত্রে জানানো হয়েছে৷ এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় ধৃত সাত জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে পুলিশ৷ ধৃত সাত জঙ্গি আনসারুল্লাহ বাংলা দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন৷

[জোটে ফাটল, বিএনপি-র ‘ঐক্যফ্রন্ট’ ত্যাগ দুই শরিক দলের]

কী এই আনসারউল্লাহ বাংলা টিম? বাংলাদেশের একাধিক ব্লগার ও বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে। মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই আনসারুল্লাহ বাংলা টিম। সেই কারণে এই সংগঠনকে আইএসের বাংলাদেশের শাখা সংগঠনও বলা হয়ে থাকে।

The post বড় সাফল্য বাংলাদেশ পুলিশের, পুরসভার মধ্যে থেকে গ্রেপ্তার ৭ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement