shono
Advertisement

কাজের ফাঁকে রেইকি করে ডাকাতি? খড়দহে ব্যবসায়ীর বাড়িতে লুটপাটে আটক মিস্ত্রি

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ তাকে আটক করে।
Posted: 02:17 PM Nov 11, 2023Updated: 02:17 PM Nov 11, 2023

অর্ণব দাস, বারাকপুর: ব্যবসায়ীর বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়েকে বেঁধে রেখে খড়দহে ডাকাতির ঘটনায় আটক ইলেকট্রিক মিস্ত্রি। আটক বছর পঁচিশের কালু হেলা মাতঙ্গিনী হাজরা এলাকার বাসিন্দা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ তাকে আটক করে। তবে এই ডাকাতির ঘটনায় তার কী ভূমিকা ছিল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় আগরপাড়ার মাতঙ্গিনী হাজরা এলাকার বাসিন্দা ব্যবসায়ী দিগম্বর সিংয়ের বাড়িতে ছিলেন তাঁর বিশেষভাবে সক্ষম মেয়ে। ধনতেরাসের কেনাকাটা করতে গিয়েছিলেন ব্যবসায়ীর পরিবারের লোকজন। অভিযোগ, পাঁচ-ছজন সশস্ত্র দুষ্কৃতী বাড়িতে ঢোকে। ব্যবসায়ীর মেয়ের হাত-পা বেঁধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। সোনার গয়না-সহ নগদ টাকা লুট করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ব্যবসায়ী মেয়ের থেকে একথা জানতে পারেন।

[আরও পড়ুন: চাঁদনি চকে ফের অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা]

ওই ব্যবসায়ীর বাড়ি সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করে। ধৃত কালু হেলা, দিনকয়েক আগে ব্যবসায়ীর বাড়িতে ইলেকট্রিকের কাজ করেছিল। ডাকাতির ঘটনায় তার কী ভূমিকা খতিয়ে দেখতে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনায় ক্রমশ বাড়ছে অপরাধমূলক কাজকর্ম। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও। তার পরেও খড়দহের এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে স্থানীয়দের নিরাপত্তা।

[আরও পড়ুন: এক ফ্রেমে দেব-সোহম-অঙ্কুশ! কোন ছবিতে থাকছে টলিউডের এই সুপারস্টার ত্রয়ী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement