অর্ণব আইচ: রাত পেরলেই বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বাভাবিকভাবেই কলকাতায় প্রচুর ভিড়ের সম্ভাবনা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ। ঘুরিয়ে দেওয়া হবে একাধিক গাড়ি।
এদিনের সভায় কত লোক আসবে বা কত গাড়ি থাকতে পারে তা জানতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান, পুলিশ মনে করছে ২৫ থেকে ৩০ হাজার লোকের সমাগম হতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতা থেকে যে গাড়ি ধর্মতলার দিকে আসবে সেগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সেগুলো সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে দক্ষিণের দিকে পাঠানো হবে। দক্ষিণ কলকাতা থেকে যে গাড়িগুলো উত্তর কলকাতা যাবে সেগুলোকে জহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পাঠানো হবে। এপিসি বোস রোড হয়ে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি চলবে। তবে ভিড়ের উপর নির্ভর করে গাড়ি অন্যপথে ঘোরানো হবে।
[আরও পড়ুন: বালুরা চোর, বিশ্বাস করেন না মমতা, ‘গ্রেপ্তার হওয়া নেতাদের পাশে নেই দল’, উলটো সুর বাবুলের]
জানা গিয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা হাওড়া ও শিয়ালদহ হয়ে বড় মিছিল করে আসবেন সভাস্থলে। হাওড়া দিক থেকে যে মিছিল আসবে সেটি হাওড়া ব্রিজ হয়ে স্ট্যান্ড রোড হয়ে ধর্মতলা পৌঁছবে। শিয়ালদহ থেকে যে মিছিল আসবে সেগুলো এস এন ব্যানার্জি রোড হয়ে সভাস্থলে আসবে, এমনটাই বলছে বিজেপির লালবাজারে দেওয়া তথ্য। সভাস্থলে থাকবে ১০০০ পুলিশ। এছাড়াও অমিত শাহের রাস্তা সহ-একাধিক জায়গায় বাড়তি বাহিনী মোতায়েন থাকবে। ৬ টি জোনে ভাগ করা হচ্ছে সভাস্থলকে। প্রতিটি জোনে ১ জন করে ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকবেন। বহুতলেও মোতায়েন থাকবে পুলিশ। যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার ১ জন থাকবেন। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকবেন ৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ইন্সপেক্টর পদমর্যাদা অফিসারও থাকবেন। জানা গিয়েছে, এজেসি বোস রোড, এপিসি রোড, বিবি গাঙ্গুলি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রেড রোড, স্ট্রিট রোড খোলা থাকবে সাধারণের জন্য।