shono
Advertisement

ত্রিপুরেশ্বরী‌ মন্দির লাগোয়া দিঘি থেকে উদ্ধার নরকঙ্কাল! তদন্তে পুলিশ

মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য।
Posted: 12:04 AM Jul 13, 2023Updated: 12:06 AM Jul 13, 2023

প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরেশ্বরী‌ মন্দির লাগোয়া দিঘি থেকে উদ্ধার নরকঙ্কাল। বুধবার প্রাতঃভ্রমণকারীরা কল্যাণ সাগরে মানুষের মাথা ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ নরকঙ্কাল উদ্ধার করে। কে বা কারা নরকঙ্কাল ফেলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এলাকার প্রধান মন্টু চন্দ্র দাস জানিয়েছেন, এটি নরকঙ্কাল। তদন্ত করে দেখা হবে। অপরদিকে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, তিনি খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন। যদি এটি নরকঙ্কাল হয়ে থাকে তবে দিঘি তথা কল্যাণ সাগরকে ধর্মীয় মতে শুদ্ধ করতে হবে। শোধন না করা পর্যন্ত দেবীর কাজে এই জল ব্যবহার করা যাবে না।

[আরও পড়ুন: শপিং মলের চলন্ত সিঁড়িতে আটকে গেল শিশুর হাত! হাওড়ায় তীব্র চাঞ্চল্য]

রাধাকিশোরপুর থানার পুলিশ নরকঙ্কাল উদ্ধার করছে। তদন্ত চলছে। বুধবার ভোরের এই ঘটনায় ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য।

[আরও পড়ুন: গারদে পরিচয়-বন্ধুত্ব-প্রেম, প্যারোলে মুক্তি পেয়েই বিয়ে জেলবন্দি যুগলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement