shono
Advertisement

বিজেপি নেত্রীকে খুন করে নদীতে ভাসিয়ে দিলেন স্বামী! অপরাধ কবুল অভিযুক্তর, দাবি পুলিশের

কেন খুন হতে হল ওই বিজেপি নেত্রীকে?
Posted: 04:39 PM Aug 12, 2023Updated: 04:39 PM Aug 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহ থেকেই নিখোঁজ ছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুরে বিজেপি (BJP) নেত্রী সানা খান। অবশেষে জানা গেল, খুন হয়েছেন তিনি। তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্বামীকে। জব্বলপুরের পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

মহারাষ্ট্রে বিজেপির সংখ্যালঘু শাখার সভাপতি ছিলেন সানা। তিনি মধ্যপ্রদেশের জবলপুরে গিয়েছিলেন গত ১ আগস্ট। ব্যবসার সূত্রে অমিত ওরফে পাপ্পু সাহু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে। দু’দিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল তাঁর। কিন্তু তিনি আর ফেরেননি। ঘটনায় অভিযোগের তির ছিল পাপ্পুর দিকেই। তিনি সেখানকার কুখ্যাত এক অপরাধী। তাঁর সঙ্গে বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন সানা। তাই তাঁর নিখোঁজ হওয়ার পিছনে হাত থাকতে পারে পাপ্পুর, এমন সম্ভাবনাও ছিল। পরে প্রকাশ্যে আসে, ওই পাপ্পুই সানার স্বামী। তিনি আগেই তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন বলে খবর।

[আরও পড়ুন: ‘দরকার পড়লে নিজের দেশেই বোমা মারুন’, মোদির ‘বিস্ফোরক’ পরামর্শ অধীরের]

পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদের ফলে তিনি তাঁর অপরাধ কবুলও করে নিয়েছেন। জানিয়েছেন, সানাকে মেরে তাঁর দেহ হিরণ নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তিনি। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সানা-পাপ্পুর মধ্যে দীর্ঘদিনের অশান্তির মূলে রয়েছে টাকাপয়সা সংক্রান্ত সমস্যা। আর সেই কারণেই স্ত্রীকে খুন করেছেন অমিত।

[আরও পড়ুন: ‘চারদিক রক্তাক্ত! পড়ে আছে নগ্ন স্বপ্নদীপ’, ভয়াবহ রাতের কথা জানালেন ‘প্রথম’ প্রত্যক্ষদর্শী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement