shono
Advertisement

বহুতল থেকে রং ছুড়লে হতে পারে হাজতবাসও

অপ্রীতিকর ঘটনা রুখতে শহরজুড়ে দোল ও হোলি, দু’দিনই পথে নামছেন প্রায় ৩০০০ পুলিশকর্মী৷ The post বহুতল থেকে রং ছুড়লে হতে পারে হাজতবাসও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:50 AM Mar 11, 2017Updated: 04:20 AM Mar 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রং খেলুন তবে একটু বাঁচিয়ে৷ আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়৷ নিছক উপদেশ নয়, দোল ও হোলিতে শহরে অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছেন লালবাজারের পুলিশ কর্তারা৷ এর জন্য ওসিদের সঙ্গে কর্তাদের একাধিকবার বৈঠকও হয়ে গিয়েছে৷ এবার দোল ও হোলিতে শহরজুড়ে পুলিশি ব্যবস্থা আরও দ্বিগুণ করা হয়েছে৷ বিশেষ করে মোটরবাইক বাহিনীর উপর নজরদারি জোরালো থাকবে৷

Advertisement

প্রার্থনা-যজ্ঞে সাফল্য কামনা সব দলের, তৈরি হচ্ছে লাড্ডুও

অপ্রীতিকর ঘটনা রুখতে শহরজুড়ে দোল ও হোলি, দু’দিনই পথে নামছেন প্রায় তিন হাজার পুলিশকর্মী৷ সঙ্গে থাকছেন ট্রাফিক বিভাগের কর্মীরাও৷ দোলের দিন শান্তি বজায় রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ক্রসিংয়ে থাকছে পুলিশের ৬৪৫টি পিকেট৷ আর হোলির দিন শহরে শান্তি বজায় রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ক্রসিংয়ে থাকবে পুলিশের ৫৩৯টি পিকেট৷ শহরের ৮টি ডিভিশনে নজরদারিতে থাকছে পুলিশের ৪০টি টহলদারি ভ্যান৷ অপ্রীতিকর ঘটনা রুখতে বিভিন্ন রাস্তায় থাকছে ২৭টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড৷ তৈরি রাখা হচ্ছে রেডিও ফ্লাইং স্কোয়াডকেও৷ নজরদারিতে শহরের বিভিন্ন প্রান্তে রাখা হচ্ছে পুলিশের ৪৭টি মোটরবাইক৷

‘প্রতি বছর ১০০-রও বেশি জওয়ান আত্মহত্যা করছেন’

রং খেলার পর শহরের ৬০টি লেক ও গঙ্গার ঘাটেও থাকছে পুলিশি ব্যবস্থা৷ স্নান করার পর যাতে কেউ তলিয়ে না যায়, তার জন্য লেক ও ঘাটগুলিতে থাকছে পুলিশের বিপর্যয় মোকাবিলা দল৷ এবার বিশেষ করে মোটরবাইক বাহিনীর উপর দিনভর জোরালো নজরদারি চালাবে পুলিশ৷ দোল ও হোলিতে প্রকাশ্যে মদ্যপান করে রং খেলা কোনওমতেই বরদাস্ত করা হবে না৷ প্রকাশ্যে মদ খেয়ে উৎপাত করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুগ্ম নগরপাল (সদর) সুপ্রতিম সরকার৷

বিজেপিকে রুখতে সপা-কংগ্রেস জোটে বিএসপিও!

The post বহুতল থেকে রং ছুড়লে হতে পারে হাজতবাসও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement