shono
Advertisement

Breaking News

পঞ্চায়েত হিংসায় রেহাই নেই শিশুরও! বিজেপি সমর্থকের গুলিতে আশঙ্কাজনক খুদে

তৃণমূল প্রার্থীর পক্ষে ক্রস ভোটিংয়ে মাশুল! The post পঞ্চায়েত হিংসায় রেহাই নেই শিশুরও! বিজেপি সমর্থকের গুলিতে আশঙ্কাজনক খুদে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Aug 30, 2018Updated: 07:32 PM Aug 30, 2018

বাবুল হক, মালদহ: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা রাজ্য। মালদায় রেহাই পেল না তিন বছরের শিশুও! মাথায় গুলি লেগেছে তার। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি শিশুটি। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে মানিকচকের রামনগর গ্রামে।

Advertisement

[ ফের বোমাবাজি আমডাঙায়, নতুন করে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য]

কেন হামলার মুখে পড়তে হয়েছে একরত্তি শিশুকে?  মালদা মানিকচক গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ১৮। ১০টি আসনে জিতেছে বিজেপি। ৬টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসন কংগ্রেসের দখলে। একটি আসনে আবার জিতেছে নির্দল প্রার্থী। বুধবার বোর্ড গঠন হয় মানিকচক গ্রাম পঞ্চায়েত। প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির বিভূতি মণ্ডল। এই পঞ্চায়েতে বিজেপি সবচেয়ে বেশি আসনে জিতেছে। তাই প্রধান পদে ভোটাভুটিতে গেরুয়া শিবিরের প্রার্থীর জয় নিশ্চিত ছিল। কিন্তু বাস্তবে তেমন হয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মানিকচক গ্রাম পঞ্চায়েত প্রধান পদে বিজেপির প্রার্থী বিভূতি মণ্ডল পান ৯টি ভোট। অর্থাৎ দলের এক পঞ্চায়েত সদস্য তাঁকে ভোট দেননি। উলটো দিকে আবার মাত্র ৬টি আসনে জিতেও শাসকদলের দলের প্রধান পদপ্রার্থীও ৯টি ভোট পান। সোজা বাংলায়, মানিকচকে পঞ্চায়েতে বোর্ড গঠনে ক্রস ভোটিং হয়। শেষপর্যন্ত অবশ্য টসে জিতে মানিকচক পঞ্চায়েতের প্রধান হন বিজেপি সদস্য বিভূতি মণ্ডলই।

জানা গিয়েছে, শুধু কংগ্রেস ও নির্দল সদস্যই নন, তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন বিজেপি সদস্য পুতুল মণ্ডলও। বুধবার দুপুরে মানিকচকে রামনগর গ্রামে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। চলে গুলি ও বোমা। ঘটনার সময়ে ঘরে ঘুমোচ্ছিল পুতুল মণ্ডলের তিন বছরের শিশুপুত্র মৃণাল। ঘুমন্ত অবস্থায়ই তার মাথায় গুলি লাগে। ঘটনার তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা। তড়িঘড়ি গুলিবিদ্ধ শিশুটি নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পঞ্চায়েতে প্রধান পদে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার দলেরই সদস্য পুতুল মণ্ডলের বাড়িতে বিজেপির কর্মী-সমর্থকরাই হামলা চালিয়েছেন বলে অভিযোগ। যদিও মুখে কুলুপ এঁটেছেন মালদার মানিকচকের স্থানীয় বিজেপি নেতৃত্ব। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

[ পুরসভার অন্তর্ভুক্ত পঞ্চায়েতের আটটি সংসদ, চকভৃগুতে থমকে বিজেপির বোর্ড গঠন]

The post পঞ্চায়েত হিংসায় রেহাই নেই শিশুরও! বিজেপি সমর্থকের গুলিতে আশঙ্কাজনক খুদে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement