shono
Advertisement
Mamata Banerjee

'ব্যক্তি মমতা আমার বন্ধু', রাজনীতিবিদ মমতাকে নিয়ে কী বললেন রাজ্যপাল?

আর কী বললেন রাজ্যপাল?
Published By: Tiyasha SarkarPosted: 11:38 PM Aug 04, 2024Updated: 11:55 PM Aug 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়। বারবার খোদ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে পরস্পরকে আক্রমণ করতে দেখা গিয়েছে। এসবের মাঝেই সংবাদমাধ্যমে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বললেন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। তাঁরা ভালো বন্ধু।

Advertisement

উপাচার্য নিয়োগ থেকে বিধায়কদের শপথ গ্রহণ-ভোট পরবর্তী হিংসা, একাধিক ইস্যুতে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শ্লীলতাহানি বিতর্কে সরাসরি তাঁকে নিশানা করেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সম্প্রতি সাক্ষাৎকার নেওয়ার সময়ে রাজ্যপালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা জিজ্ঞেস করা হয়। সেখানেই তিনি পালটা প্রশ্ন ছোড়েন, কোন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেন, "আমি তিনজন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। একজন যিনি ব্যক্তি মমতা, আমার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। তিনি আমার বন্ধু। দ্বিতীয়জন, মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে আমার প্রশাসনিক সম্পর্ক। তৃতীয়জন রাজনীতিবিদ, যিনি নট মাই কাপ অফ টি।" অর্থাৎ বোঝাতে চেয়েছেন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই সুমধুর নয়।

[আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র সংস্থায় এক বছরে সাড়ে ৬ কোটি নগদ জমা! বিপুল টাকার উৎস কী? তদন্তে ED]

উল্লেখ্য, লোকসভা ভোটের মাঝে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী বোমা ফাটান। দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেছেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। অভিযোগ পাওয়ামাত্রই কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল বা SET গঠন করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই দাবি করেছিলেন তিনি। সেই ইস্যুতে রাজ্যপালকে কড়া আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফার দাবিও তুলেছিলেন। 

[আরও পড়ুন: রাজ্যের সঙ্গে আলোচনা দূর অস্ত! আরও ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ল DVC]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়।
  • বারবার খোদ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে পরস্পরকে আক্রমণ করতে দেখা গিয়েছে। এসবের মাঝেই সংবাদমাধ্যমে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
  • বললেন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। তাঁরা ভালো বন্ধু।
Advertisement