shono
Advertisement

ফের বিকিনিতে লাস্য ছড়ালেন পূজা বেদির কন্যা

দেখেছেন তাঁর বোল্ড অবতার? The post ফের বিকিনিতে লাস্য ছড়ালেন পূজা বেদির কন্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:46 AM Oct 09, 2017Updated: 06:21 AM Oct 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের আত্মবিশ্বাসী বোল্ড লুকের জন্য ভারচুয়াল দুনিয়ায় বেশ জনপ্রিয় পূজা বেদির কন্যা আলিয়া৷ অন্যান্য সেলেব-কন্যাদের মতো সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়৷ আর লাস্যময়ী অবতারে সেই ভক্তদেরই ফের মন জয় করলেন তিনি৷

Advertisement

[কঙ্গনার নগ্ন ছবি ফাঁস করেছিলেন হৃতিক! উঠল বিস্ফোরক অভিযোগ]

সম্প্রতি আলিয়ার ফটোশুট সাড়া ফেলে দিয়েছে৷ যেখানে কালো বিকিনিতে ফ্যানদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে তুলেছেন তিনি৷ সোশ্যাল সাইটে সে ছবি নিজেই পোস্ট করেছেন আলিয়া৷ ফটোগ্রাফার আশকা প্যাটেল ক্যামেরাবন্দি করেছেন আলিয়ার বিভিন্ন মুড৷ শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর, সইফ-কন্যা সারা আলি খানরা ইতিমধ্যেই পা রেখেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে৷ নয়া প্রজন্মের তারকা-কন্যাদের দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা৷ সেখানে হিন্দি ছবির জগতে না এসেও চর্চায় থাকেন পূজা বেদির মেয়ে৷ সৌজন্যে সেই সোশ্যাল মিডিয়া৷

এর আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার জেরে অশ্লীল মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে৷ তখন তিনি সাফ জানিয়েছিলেন, শুধু স্তন দিয়ে তাঁকে বিচার করা কেন? এখানেই শেষ নয়, বিকিনি পরা আলিয়ার ছবি দেখে কেউ কেউ মন্তব্য করেছিলেন, পর্ন ছবিতে অভিনয়ের জন্য তৈরি তিনি৷ জবাবে আলিয়া বলেন, খাটো পোশাক পরলেই কি ধরে নিতে হবে কোনও মহিলা পর্ন ইন্ডাস্ট্রিতে নামতে তৈরি? বলিউডের বহু প্রতিষ্ঠিত নায়িকাই তো বিকিনি পরেন৷ প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি ধরে নিতে হবে, সব নায়িকাই পর্ন ইন্ডাস্ট্রিতে নামতে তৈরি? কেন মনে করা হল না যে, তিনি বলিউডে পা রাখতে প্রস্তুত?

মায়ের পেশাতে নাম লেখাতে প্রস্তুত হচ্ছেন আলিয়াও৷ খুব শিগগিরি বড়পর্দায় ধরা দেবেন তিনিও৷ আপাতত নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে ব্যস্ত পড়াশোনা নিয়ে৷ আর তার মাঝেই বিকিনি পরে ফটোশুটে আরও একবার নেটদুনিয়ার উত্তাপ বাড়ালেন ২০ বছরের সেলেব কন্যা৷ সমালোচনাকে যে তিনি ভয় পান না, তা ফের বুঝিয়ে দিলেন নিজের বোল্ড লুকেই৷

[‘কেদারনাথ’-এর ফার্স্ট লুকে সইফ-কন্যা মনে করাচ্ছেন মা অমৃতাকে]

The post ফের বিকিনিতে লাস্য ছড়ালেন পূজা বেদির কন্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার