shono
Advertisement

মেয়ের মৃত্যুর খবর দিয়েই ‘গায়েব’ পুনম পাণ্ডের পরিবার! আদৌ অভিনেত্রী ‘জীবিত’ না ‘মৃত’?

অভিনেত্রীর পরিবারের সকলের সুইচ অফ!
Posted: 06:42 PM Feb 02, 2024Updated: 06:42 PM Feb 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে পরিবারের তরফে পুনম পাণ্ডের বোন তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। কিন্তু অভিনেত্রীর মৃত্যুর খবর জানানোর পর থেকেই পরিবারের কোনও সদস্য সংবাদ মাধ্যমে মুখ খোলা তো দূর অস্ত, এমনকী তাঁদের ফোনে পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

Advertisement

এদিন সকালে জরায়ু ক্যানসারে পুনমের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্তম্ভিত হয়ে গিয়েছেন সকলে। যে মেয়েটি গত সোমবারও বিটাউনে পার্টি করে গিয়েছেন। হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। তিনি আর নেই! কেউই বিশ্বাস করতে পারছেন না। পুনমের ইন্ডাস্ট্রির সহকর্মী, যেমন- মুনাওয়ার ফারুকি, আদিল খান দুরানি, রাখি সাওয়ান্তরা এই খবর কেউ মেনে নিতে পারেননি। অনুরাগীরাও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যে, পুনম পাণ্ডে নিজেই একাধিকবার বলেছেন যে, প্রচারের জন্য তিনি সব করতে পারেন। এবারও কি এটা অভিনেত্রীর কোনও প্রচার কৌশল? অনেকেই ধন্দে। সেই প্রেক্ষিতেই শুক্রবার সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল পুনম পাণ্ডের বোন এবং তাঁর পরিবারের লোকজনের তরফে। কিন্তু সকলেরই ফোন নট রিচেবল। ফোন বেজে গেলেও অভিনেত্রীর বোন ধরেননি।

[আরও পড়ুন: ‘ক্যানসার লুকিয়েই চলে গেল’, পুনম পাণ্ডের মৃত্যুতে শোকবিহ্বল কঙ্গনা, মুনাওয়াররা]

ইন্ডিয়া টুডের তরফে পুনম পাণ্ডে ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ কার হয়, তিনিও একইরকম ধন্দে রয়েছেন। সেই সূত্র জানান, পরিবারের দু-তিনজন সদস্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু তাঁদেরও ফোন সুইচ অফ। অভিনেত্রীর টিম মেম্বারদেরও ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। অভিনেত্রীর টিমের তরফে প্রথমবার মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় পোস্ট করার পরে আরও একটি নতুন পোস্ট করা হয়, যেখানে সাফ উল্লেখ রয়েছে যে, পুনম পাণ্ডের বোন তাঁর প্রয়াণের খবরে সিলমোহর বসিয়েছেন। কিন্তু তারপর থেকে মডেল অভিনেত্রীর পরিবারের সঙ্গে আর কেউ যোগাযোগ করতে পারেনি। এদিকে শোনা গিয়েছে, পুনম পাণ্ডে কানপুরে নিজের বাড়িতে গিয়েই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সেই প্রেক্ষিতেই অনুরাগীরা এখনও ধন্দে যে, পুনম পাণ্ডে কি আদৌ ‘জীবিত’ না ‘প্রয়াত’? তাঁর সোশাল মিডিয়ার কমেন্ট বক্সেও এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে।

[আরও পড়ুন: মাকে হাসপাতাল থেকে ফেরাতে পারছেন না ঋতুপর্ণা, প্রতারণার অভিযোগ বিমা সংস্থার বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement