সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে চিনকে ছাপিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। তবে পরিস্থিতিতে এখনই লাগাম টানা যাচ্ছে না। রিপোর্ট বলছে, আগামী ১২ বছরে দেশের জনসংখ্যা আরও বেড়ে পৌঁছে যাবে ১৫২.২ কোটিতে। পাশাপাশি আগামী ১২ বছরে সামান্য হলেও বাড়তে চলেছে দেশে মহিলা জনসংখ্যা। সোমবার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক প্রকাশ্যে এই রিপোর্ট।
কেন্দ্রের তরফে 'ওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৩' সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আগামী ১২ বছরে দেশে মহিলার সংখ্যা সামান্য হলেও বৃদ্ধি পেতে চলেছে। ২০১১ সালে পুরুষদের তুলনায় ৪৮.৫ শতাংশ ছিল মহিলাদের সংখ্যা। এবার সেটা বেড়ে হতে চলেছে ৪৮.৮ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, ২০১১ সালে ১০০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ছিল ৯৪৩ জন। ২০২৬ সালে সেটা বেড়ে দাঁড়াবে এক হাজার জন পিছু ৯৫২ জন নারী। পাশাপাশি রিপোর্টে আরও দাবি করা হচ্ছে, ২০৩৬ সালের মধ্যে ১৫ বছরের কম বয়সিদের সংখ্যার অনুপাত বেশ কিছুটা কমতে পারে। বাড়তে পারে ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা।
[আরও পড়ুন: আত্মঘাতী হামলার ছক! স্বাধীনতা দিবসের প্রাক্কালে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট]
পাশাপাশি পরিসংখ্যানে আরও দাবি করা হয়েছে, ২০১৬ সালে ২০ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের প্রজনন হার ছিল ১৩৫.৪। ২০২০ সালে সেটা কমে দাঁড়িয়েছে ১১৩.৬। ২০১৬ সালে ২৫ থেকে ২৯ বছর বয়সী মহিলাদের প্রজনন হার ছিল ১৬৬.০, ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ১৩৯.৬। ৩৫ থেকে ৩৯ বছর বয়সী মহিলারা যেখানে আগে গড়ে ৩২.৭ বছর বয়সে সন্তান জন্ম দিতেন, তা এই সময়কালে বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬ বছর।
[আরও পড়ুন: ফের প্যারোলে মুক্ত! বন্দিদশা এড়িয়ে ২১ দিনের জন্য ‘ছুটি’তে ধর্ষক রাম রহিম]
বর্তমান সময়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সন্তান ধারনের পরিকল্পনা করছেন মহিলারা। যার জেরে সন্তান ধারনের ক্ষেত্রে যথেষ্ট পরিকল্পনা করেই হাঁটছেন তাঁরা। ভবিষ্যতে সে প্রবণতা আরও বাড়বে। এছাড়া রিপোর্টের দাবি, সন্তান জন্ম দেওয়ার সময় মহিলাদের মৃত্যুহার ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে কমেছে দেশে।