সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল সকালই সংগীতমহলে খারাপ খবর। প্রয়াত জনপ্রিয় গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়। খবর অনুযায়ী, দীর্ঘদিন লিভারের সমস্য়ায় ভুগছিলেন। বুধবার সকালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন শিল্পী।
সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর দীর্ঘদিনের বন্ধুত্ব কিংশুকের। কিংশুকের লেখায় বহু সুপারহিট গান দিয়েছেন রূপঙ্কর। যার মধ্য়ে রয়েছে ‘বউদিমণির কাগজওয়ালা’, ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো গান। তবে শুধু রূপঙ্কর নয়, কিংশুকের লেখা গান গেয়েছেন শিলাজিৎ, সিধুরাও।
[আরও পড়ুন: ‘এক সময় রোগা ছিলাম’, জন্মদিনে ছোটবেলার ছবি পোস্ট করে চমকে দিলেন শ্রীলেখা]
সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে রূপঙ্কর বাগচীকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ”কিংশুক আমার থেকে অনেক জুনিয়ার। যখন বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ ছিল, অন্তত আমার কাছে। ৯৫ সাল থেকে শুরু করে ২০০৫। এই সময় কিংশুকের সঙ্গে অজস্র কাজ করেছি। গান তৈরির সময় অনেক আড্ডা মেরেছি ওর সঙ্গে। ওর লেখা ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, বউদিমণির কাগজওয়ালা আর বিশেষ করে ও বাউল গানগুলো আমার অন্যতম জনপ্রিয় গান। ওর লেখায় আলাদা একটা রসবোধ ছিল। খুব কঠিন বিষয়কেও, খুব সহজ হিসেবে ভাবত। ভাল গীতিকার ও কবি তো ছিলই। ভাল মানুষও ছিল। খারাপ লাগছে ওর স্ত্রী ও সন্তানের কথা ভেবে। ওদের তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। সত্যিই ভাল এক শিল্পীকে হারালাম। ”