shono
Advertisement
Pori Moni

টেবিল ভরা বাহারি পদ, হলুদ সালোয়ারে বাড়িতেই ইফতার পার্টিতে পরীমণি

রমজান মাসজুড়ে রোজা রাখছেন অভিনেত্রী?
Published By: Tiyasha SarkarPosted: 10:31 AM Mar 19, 2025Updated: 10:31 AM Mar 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজান মাসে বহু তারকাই রোজা পালন করছেন। বন্ধুবান্ধব-প্রিয়জনদের সঙ্গে ইফতার করছেন সকলেই। সোশাল মিডিয়ায় সেই ইফতার পার্টির ভিডিও শেয়ার করলেন বাংলাদেশের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। বন্ধুবান্ধবের পাশাপাশি সেখানে দেখা গেল অভিনেত্রীর দুই সন্তানকেও।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে পরীমণি। সেখানে দেখা যায়, একটি টেবিল ভরা বাহারি খাবার। ছিল ফল, সরবত, খাসির বিরিয়ানি, ডিম, মাংসের হালিম-সহ নানা পদ। বসে রয়েছেন বেশ কয়েকজন। কেউ আবার দাঁড়িয়ে। রয়েছে অভিনেত্রীর দুই সন্তান। টেবিলের পাশেই হলুদ সালোয়ার-কামিজে সেজে দাঁড়িয়ে পরীমণি। নিজে হাতে খাবার পরিবেশন করেন অভিনেত্রী। জানা গিয়েছে, ওপার বাংলার একটি জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারী সংস্থার খাবারে এই পার্টির আয়োজন করা হচ্ছিল।

 

এই ইফতার পার্টির ভিডিও দেখে একটাই প্রশ্ন উঁকি দিয়েছে অনুরাগীদের মনে, তবে কি পরীমণিও প্রতিদিনই রোজা করছেন? জানা গিয়েছে, সন্তান ছোট, এখনও স্তন্যপান করে, তাই প্রতিদিন রোজা রাখতে পারছেন না অভিনেত্রী। তবে যে দিন সম্ভব, সে দিন তিনি পালনের চেষ্টা করেন। সে দিন নিষ্ঠার সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রমজান মাসে বহু তারকাই রোজা পালন করছেন। বন্ধুবান্ধব-প্রিয়জনদের সঙ্গে ইফতার করছেন সকলেই।
  • সোশাল মিডিয়ায় সেই ইফতার পার্টির ভিডিও শেয়ার করলেন বাংলাদেশের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি।
  • বন্ধুবান্ধবের পাশাপাশি সেখানে দেখা গেল অভিনেত্রীর দুই সন্তানকেও।
Advertisement