সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মানেই শীতের বিদায় নেওয়ার পালা৷ ফেব্রুয়ারি মানেই মনপলাশির পদাবলীতে আগুন লাগার পালা৷ তবে প্রেমের এই আঁচে অনেক সময়ই পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়৷ বাঁচার উপায় অবশ্য আছে৷ কিন্তু শরীরের তাগিদে বেশিরভাগ সময়ই তা অবহেলিত থেকে যায়৷ আর কিছু ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষার অভাব তো রয়েইছে৷
পার্টনারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন
‘ভ্যালেন্টাইনস ডে’র আগেই সেই ঘাটতি পূরণ করতে চলছে জনপ্রিয় সাইট ‘পর্নহাব’৷ শুধু যৌনতা নয় তার সাইড এফেক্ট সম্পর্কেও তরুণ, তরুণীদের এবার অবহিত করবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই সাইট৷ এর জন্য একটি নতুন প্লাটফর্ম তৈরি করা হয়েছে৷ নাম দেওয়া হয়েছে ‘পর্নহাব সেক্স্যুয়াল ওয়েলনেস সেন্টার’৷ যেখানে যৌনতার ফলে হওয়া রোগ-সংক্রমণ, তা থেকে সতর্ক থাকার উপায় বলা থাকবে৷ প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ারও সুবিধা থাকবে৷
জানেন, সেক্সে সারবে কোন কোন অসুখ?
শুধু যৌনতা নয় অনলাইন ডেটিংয়ের টিপসও দেওয়া থাকবে এই প্লাটফর্মে৷ থাকবে নারী-পুরুষের সম্পর্ক নিয়ে নানা উপদেশ৷ থাকবে জন্মনিয়ন্ত্রণের উপযোগী পরামর্শও৷ সারা বিশ্বে প্রায় ৭ কোটি মানুষ প্রতিদিন পর্নহাবের সাইটে ক্লিক করেন৷ প্রত্যেকেই এই তথ্যগুলির মাধ্যমে উপকৃত হবেন বলে আশা সাইট কর্তৃপক্ষের৷
পর্নোগ্রাফিতে ভালই আগ্রহ মেয়েদের
The post নিরাপদে সঙ্গমের উপায় শেখাবে ‘পর্নহাব’ই appeared first on Sangbad Pratidin.