সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজব ছড়িয়েছিল তিনি নাকি এইচআইভি আক্রান্ত। ফলে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা পর্ন তারকা মিয়া খলিফার ভক্তরাও কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে তামাম ভক্তকুলকে স্বস্তি দিয়ে অবশেষে মিয়া জানালেন, খবরটি পুরোপুরি মিথ্যা। কিছু লোক চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে এই ধরনের প্রচার করছে।
সতর্ক থাকুন! না হলে হতে পারে ডিম্বাশয়ে টিউমার, সিস্ট
কয়েকদিন আগে একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল, এইচআইভি রোগে নাকি আক্রান্ত হয়েছেন মিয়া খলিফা। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকায় গিয়ে তিনি এইচআইভি পজিটিভ কি না সেই সংক্রান্ত পরীক্ষাও করিয়েছেন। এমনকী সেই রিপোর্টটি নাকি পজিটিভ এসেছে। বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, মিয়া খলিফার খবরটি খুবই দুঃখজনক। কারণ এভাবে আমরা যে ইন্ডাস্ট্রির অভিনেতাদের শুধু হারাচ্ছি তাই নয়, সেই সঙ্গে বহু মানুষকেও হারিয়ে ফেলছি। ওয়েবসাইটটিতে এই খবরটি বেরনোর পরেই সোশ্যাল মিডিয়ায় সে়টি ভাইরালও হয়ে যায়।
প্রেম তো পঞ্জিকা মানে না, তবে কেন ভ্যালেন্টাইনস ডে পালন?
এই মুহূর্তে মিয়া একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। তবে এই ঘটনা যে তাঁর কাজ বা ব্যক্তিগত জীবনে কোনওরকম প্রভাব ফেলবে না, সেটাও জানিয়েছেন এই পর্ন তারকা।
The post এইচআইভি আক্রান্ত মিয়া খলিফা! কী উত্তর দিলেন তিনি? appeared first on Sangbad Pratidin.