shono
Advertisement
India vs England

নিয়মরক্ষার ম্যাচেও উত্তাপ বাড়াচ্ছে 'কনকাশন সাব' বিতর্ক, কেমন হবে ভারতের প্রথম একাদশ?

হয়তো প্রথম একাদশেই থাকবেন হর্ষিত রানা।
Published By: Anwesha AdhikaryPosted: 02:46 PM Feb 02, 2025Updated: 02:46 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ সিরিজের নিষ্পত্তি হয়ে গিয়েছে আগেই। কিন্তু নিয়মরক্ষার ম্যাচের আগে ক্ষোভে ফুটছে ইংল্যান্ড শিবির। আগের ম্যাচে কনকাশন সাব হিসাবে হর্ষিত রানাকে নামানো নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কের আবহেই রবিবার টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড। মহম্মদ শামিও খেলতে পারেন এই ম্যাচে।

Advertisement

পুণেতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রবল বিতর্ক দানা বাঁধে। সেখানে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিবম দুবে। শেষ ওভারে তাঁর হেলমেটে একটি বাউন্সার আছড়ে পড়ে। চোট পরীক্ষার পর খেলা চালানোর অনুমতিও মেলে। কিন্তু পরে শিবমের পরিবর্ত হিসেবে নামানো হয় হর্ষিতকে। আইসিসির নিয়ম অনুযায়ী ‘কনকাশন সাব’-এর ক্ষেত্রে দুই ক্রিকেটারকে সমতুল্য হতে হবে। কিন্তু হর্ষিত নামার পরেই প্রশ্ন ওঠে, অলরাউন্ডারের পরিবর্তে কেন একজন বোলারকে মাঠে নামানো হবে?

গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার থেকে শুরু করে প্রাক্তন ইংরেজ ক্রিকেট তারকারাও। যদিও ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, নিয়ম মেনে ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করেই কনকাশন সাব হর্ষিতকে নামানো হয়েছিল। তবে নিয়মরক্ষার ম্যাচে হয়তো প্রথম একাদশেই থাকবেন কেকেআর তারকা। এছাড়াও ম্যাচ প্র্যাক্টিস দেওয়ার জন্য শামিকে নামানো হতে পারে।

আগের ম্যাচে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকানো হার্দিক পাণ্ডিয়াকে হয়তো এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন অর্শদীপ সিংও। এছাড়া ব্যাটারদের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। আগের ম্যাচে চোট পাওয়া শিবম হয়তো খেলবেন না। তবে হার্দিক এবং শিবম না খেলায় কিছুটা দুর্বল হতে পারে ভারতীয় ব্যাটিং। উইকেটকিপার হিসাবে সঞ্জু স্যামসনের বদলে খেলতে পারেন ধ্রুব জুরেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুণেতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রবল বিতর্ক দানা বাঁধে। সেখানে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিবম দুবে।
  • গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার থেকে শুরু করে প্রাক্তন ইংরেজ ক্রিকেট তারকারাও।
  • আগের ম্যাচে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকানো হার্দিক পাণ্ডিয়াকে হয়তো এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন অর্শদীপ সিংও।
Advertisement