shono
Advertisement

‘কয়লা মাফিয়া বিধায়ক দরকার নেই’, জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ লাউদোহা

এবিষয়ে এখনও বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি।
Posted: 03:44 PM Feb 15, 2021Updated: 04:17 PM Feb 15, 2021

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) বিরুদ্ধে ফের পোস্টার পড়ল দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। যদিও বিধায়কের নাম উল্লেখ করা হয়নি পোস্টারে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে এখনও বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকালে দুর্গাপুরের (Durgapur) লাউদোহার বাসিন্দারা তিলাবনী জঙ্গল সংলগ্ন বাসস্ট্যান্ড, সরপির একটি হোটল-সহ বিভিন্ন জায়গায় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার দেখতে পান। তাতে লেখা ছিল, “বালি চোর, কয়লা চোর এমএলএ’র আর নেই দরকার।” বিষয়টিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এবিষয়ে এখনও কোনও তথ্যই মেলেনি। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, এই ঘটনা বিজেপির কারসাজি। গেরুয়া শিবিরের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে শাসকদলের অন্তর্কলহ।

[আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ভাতারে উলটে গেল যাত্রীবোঝাই বাস, জখম কমপক্ষে ৫০ জন]

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার পড়েছিল পাণ্ডবেশ্বরের বিভিন্ন জায়গায়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সোমবার। গত নভেম্বরে তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ছেড়েছিলেন দল, প্রশাসকের পদ। ফলে তাঁর দলবদল নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। পরবর্তীতে তৃণমূলেই ফিরে যান তিনি। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুঃখ দিয়ে কিছু করতে চাননি তিনি। ঘর ওয়াপসি হলেও দলের তাঁর প্রতি বিশ্বাস ফেরেনি বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।

[আরও পড়ুন: এবার অন্ডাল বিমানবন্দরে রাজ্যের বাড়তি শেয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের, দেখতে চাইলেন নথি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার