shono
Advertisement
Prajwal Revanna

দেশে ফিরতেই পাকড়াও, গ্রেপ্তার সেক্স স্ক্যান্ডেলে অভিযুক্ত প্রজ্জ্বল

Published By: Subhajit MandalPosted: 08:53 AM May 31, 2024Updated: 08:57 AM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ, যৌন হেনস্তা, অশালীন ভিডিও তৈরি। একাধিক গুরুতর অভিযোগে দুষ্ট প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না অবশেষে পুলিশের জালে। বৃহস্পতিবার গভীর রাতে জার্মানি থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করেছে কর্নাটক পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। ফেরার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। সম্প্রতি জার্মানি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় প্রজ্জ্বল দাবি করেছিলেন, ৩০ মে মধ্যরাতে দেশে ফিরবেন তিনি। ৩১ মে সকাল দশটায় আত্মসমর্পণ করবেন। তবে সে সুযোগ পেলেন না জেডিএস নেতা। তার আগে মধ্যরাতেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।

[আরও পড়ুন: পুঞ্চ হাইওয়ে থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস, কাশ্মীরের ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২১]

এর আগে দুবার প্রজ্জ্বল দেশে ফেরার টিকিট কেটেও বাতিল করেছেন, তাই এবারও তিনি দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল পুলিশের। যদিও বেঙ্গালুরু পুলিশ কড়া নজর রেখেছিল ক্যাম্পেগৌড়া বিমানবন্দরের দিকে। কর্নাটক পুলিশের (Karnataka Police) বিশেষ তদন্তকারী দল তথা সিট তাঁকে গ্রেপ্তার করে। প্রজ্বল অবশ্য বারবার দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। যদিও তাঁর দল জেডিএস প্রজ্জ্বলের পাশে নেই। খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া জানিয়ে দিয়েছেন, প্রজ্জ্বল দোষী হলে শাস্তি তাঁকে পেতেই হবে।

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে ‘আত্মঘাতী’ স্ত্রী, ছবি বুকে জড়িয়ে চরম সিদ্ধান্ত স্বামীর!]

উল্লেখ্য, প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল (Prajwal Revanna)। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান তিনি। প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নেয় কর্নাটকের (Karnataka) সিদ্দারামাইয়া সরকার। ব্লু কর্নার নোটিস জারি করে কেন্দ্রও। পরিস্থিতি প্রতিকূল বুঝেই দেশে ফেরেন প্রজ্জ্বল। ফিরতেই তাঁকে পাকড়াও করল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।
  • ফেরার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ।
  • মধ্যরাতেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
Advertisement