shono
Advertisement

‘৪ আসন আপনাদেরই থাক’, মহারাষ্ট্রের শরদ-উদ্ধবদের হাত ছাড়ছেন আম্বেদকরের নাতি!

ইন্ডিয়া জোটের জট কাটেনি বিহারেও।
Posted: 09:26 PM Mar 26, 2024Updated: 09:35 PM Mar 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) ধাক্কা খেল মহা বিকাশ আঘাড়ি। বঞ্চিত বহুজন আঘাড়ির নেতা প্রকাশ আম্বেদকর ইন্ডিয়া জোট ছাড়ার ব্যাপারটা নিশ্চিত করেই ফেলেছেন। এমনটাই জানা যাচ্ছে। তাঁদের দলকে চারটি আসন দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তা নাপসন্দ প্রকাশের। তিনি বাকিদের বলেছেন, ”ওই ৪ আসন আপনাদেরই থাক।” তাঁর জোট ছাড়া নিয়ে ‘সাসপেন্স’ ক্রমেই তৈরি হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের দলের সঙ্গে গত কয়েক দিন ধরেই দূরত্ব বাড়ছিল সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরের দৌহিত্রের। রবিবারই এই নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। যার পর থেকে তাঁর জোট ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েই গিয়েছে। যে কোনও সময়ই এই নিয়ে ঘোষণা করতে পারেন তিনি।প্রসঙ্গত, গত নভেম্বরে শিব সেনার সঙ্গে জোট গড়েন প্রকাশ। কিন্তু কয়েক মাসেই কার্যত মোহভঙ্গ হয়ে গিয়েছে তাঁর। তিনি অভিযোগ করেছেন, শরদ ও উদ্ধব নিজের নিজের রাজনৈতিক স্বার্থই দেখছেন কেবল। আর তাই তিনি লোকসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতিই বজায় রাখতে চাইছেন। আগামী ১৯ এপ্রিল মহারাষ্ট্রে ৪৮ আসনের নির্বাচন। একদফাতেই নির্বাচন হবে। কিন্তু এখনও নিশ্চিত হয় বিরোধী জোটের ভবিষ্যৎ।

[আরও পড়ুন: ‘তিহার জেলে স্বাগত’, কেজরিওয়ালকে আগাম অভ্যর্থনা ‘ঠগবাজ’ সুকেশের]

এদিকে বিহারেও সমস্যায় ইন্ডিয়া জোট। পাঁচটি আসন নিয়ে আরজেডি, বাম দল ও কংগ্রেসের মধ্যে মতানৈক্য রয়েছে। ঔরঙ্গাবাদ, বেগুসরাই, কাতিহার, পূর্ণিয়া, সিয়ান- এই পাঁচটি কেন্দ্র নিয়েই শোরগোল। সেব্যাপারে ফয়সলা না হওয়া পর্যন্ত সেই জটও কাটার সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন রুদ্রনীল! লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement