সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এবার নয়া উদ্যোগ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ চারাগাছের সঙ্গে সেলফি তুলে, #SelfieWithSapling সকলকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আহ্বান জানালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী৷
[ আরও পড়ুন: সরকারি শৌচালয়ের দেওয়ালে গান্ধীজি ও অশোক চক্র আঁকা টাইলস! তুঙ্গে বিতর্ক]
বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজেও চারাগাছ লাগান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ যেখানে উপস্থিত ছিলেন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং প্রখ্যাত বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ৷ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁরাও চারাগাছ লাগান৷ এছাড়া বেশ কয়েকটি টুইটের মাধ্যমে পরিবেশ দূষন রোধের বিষয়ে আলোচনারও ইচ্ছাপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ যেখানে তাঁদের মতামত জানান নেটিজেনরা৷
[ আরও পড়ুন: সম্প্রীতির বার্তা দিয়ে দেশবাসীকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ]
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন টুইট করে দেশবাসীকে সচেতন হওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটারে মোদি লেখেন, ‘‘আমাদের গ্রহ এবং এই পৃথিবীর সৌন্দয্য, আমরা সর্বদাই উপভোগ করি৷ আজ #WorldEnvironmentDay-তে আমরা এই পরিবেশকে রক্ষার নয়া প্রতিজ্ঞা নেব৷’’ এছাড়া বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড সেলেবরাও৷ একটি ভিডিওর মাধ্যমে সেই বার্তাও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁরা৷ যাতে দেখা গিয়েছে অভিনেতা অক্ষয় কুমার, রাজকুমার রাও, সংগীত শিল্পী শানের মতো সেলেবদের৷
The post ‘চারা লাগান, সেলফি তুলুন’, পরিবেশ দিবসে নয়া বার্তা প্রকাশ জাভড়েকরের appeared first on Sangbad Pratidin.