shono
Advertisement

১০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় প্রকাশ রাজকে ক্লিনচিট ইডির, স্বস্তিতে অভিনেতা

সম্প্রতি চেন্নাইয়ে ইডির দপ্তরে হাজিরা দেন দক্ষিণী অভিনেতা।
Posted: 03:43 PM Dec 17, 2023Updated: 03:43 PM Dec 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ কোটি টাকার পঞ্জি স্কিম কেলেঙ্কারি মামলায় প্রকাশ রাজকে (Prakash Raj) ক্লিনচিট দিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে, তিরুচিরাপল্লীর ওই গয়না প্রস্তুতকারক সংস্থার আর্থিক লেনদেনের সঙ্গে কোনওভাবেই জড়িত নন দক্ষিণী অভিনেতা।

Advertisement

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে তিরুচিরাপল্লীর এক গয়না প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগসূত্র পাওয়ার কারণেই গত ২০ নভেম্বর প্রকাশ রাজকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১০০ কোটি টাকার পঞ্জি স্কিম তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তাঁকে। সেই নির্দেশমাফিক গত ৫ ডিসেম্বর চেন্নাইয়ের ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ রাজ। জিজ্ঞাসাবাদের পরই দক্ষিণী অভিনেতাকে ক্লিনচিট দিল ইডি।

[আরও পড়ুন: কাপুর-ভাট পরিবারের নয়নমণি রাহা, মেয়েকে কী বলে ডাকেন রণবীর-আলিয়া? প্রকাশ্যে মিষ্টি নাম]

প্রসঙ্গত, যে গয়না প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে, সেই প্রতিষ্ঠানটি সোনা কিনে বাজারে বিনিয়োগ করা এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় একশো কোটি টাকা তুলেছে। এই জালিয়াতির বিরুদ্ধে তদন্ত করতেই প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল ইডি। কারণ, সংশ্লিষ্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রকাশকে একাধিকবার দেখা গিয়েছে। চেন্নাইয়ে ফেডারেল এজেন্সির কাছে ওই সংস্থার সঙ্গে সমস্ত আর্থিক লেনদেনের নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিনেতা প্রকাশ রাজকে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অভিনেতা হাজিরাও দেয়।এবার সেই মামলাতেই প্রকাশকে ক্লিনচিট দিল ইডি।

অভিনেতা প্রকাশ রাজ বরাবরই সোজাসাপটা। রাজনৈতিক ইস্যু হোক বা সামাজিক কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও বেগতিক পরিস্থিতি দেখলেই প্রতিবাদী কণ্ঠ শোনা যায় যে অভিনেতার। বিশেষ করে গেরুয়া শিবিরের সমালোচনা করার সুযোগ তিনি কখনোই ছাড়েন না, সেই দক্ষিণী তারকাকেই ‘পঞ্জি স্কিম’ কেলেঙ্কারিতে তলব করেছিল ইডি।

[আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর ৩ বছর পরও বিদেশে যেতে পারছেন না রিয়া! কেঁদেকেটে হাই কোর্টে অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement