সোমনাথ রায়, নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর নিয়ে এল তথ্য ও সম্প্রচারমন্ত্রক। আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T-20 World Cup) রোহিত শর্মাদের প্রতিটি ম্যাচ, দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল সরাসরি দেখানো হবে ডিডি স্পোর্টসে।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান, মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু, প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগল এবং প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী। এই অনুষ্ঠানেই প্রকাশ করা হয় বিশ্বকাপের জন্য ডিডি স্পোর্টসের থিম সং এবং প্রোমো ভিডিও।
[আরও পড়ুন: বিশ্বকাপ নয়, আসল লক্ষ্য ভারতকে হারানো! পুরনো মন্ত্রেই নিজেদের ফের তাতাচ্ছেন পাক তারকা]
ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ আনন্দের এই অনুষ্ঠানে দেখা গেল চরম অপেশাদারিত্বের নমুনা। জনপ্রিয় গায়ক সুখবিন্দর সিংয়ের গলায় তৈরি মিউজিক অ্যালবামে যে ট্রফির রেপ্লিকা দেখা যাচ্ছে, তা মোটেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নয়। সেই ট্রফি ওয়ানডে বিশ্বকাপ ট্রফির নকল।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগল বলেন, “বিষয়টি আমাদের নজরেও এসেছে। দেখা যাক কী করা যায়।”
প্রশ্ন হল, একদিকে যখন তথ্য ও সম্প্রচারমন্ত্রকের তরফে দাবি করা হচ্ছে ভারতীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য তারা নতুন দিগন্ত খুলতে চায়, সেখানে এত বড় ভুল কীভাবে হতে পারে? তাও যদি আগেই নজরে এসে থাকে, তবে কেন সেই ভিডিও প্রকাশ্যে আনার আগে তা ঠিক করে নেওয়া হল না? প্রশ্ন অনেক। তৈরি হল বিতর্কও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দল এখনও মাঠে নামেনি। চলতি মাসের ৫ তারিখ ভারতের প্রথম ম্যাচ।
[আরও পড়ুন: শিকড় কলকাতায়, বিশের বিশ্বযুদ্ধে কানাডার পতাকা বাঙালি নিখিলের হাতে]