shono
Advertisement

নির্বাচনে সাফল্য পেতে নয়া অস্ত্র, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে বিধানসভায় লড়বে তৃণমূল

নবান্নে এসে রীতিমতো চুক্তি করে গেলেন নির্বাচনের সফল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ The post নির্বাচনে সাফল্য পেতে নয়া অস্ত্র, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে বিধানসভায় লড়বে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:43 PM Jun 06, 2019Updated: 05:43 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজে এতটুকুও ফাঁক না রাখার পরও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফল হয়েছে রাজ্যের শাসকদলের৷ এবার তাই একেবারে পেশাদারিভাবে নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করতে চলেছে তৃণমূল৷ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের নবান্নে আগমন সেই ইঙ্গিত মিললেও, নিশ্চিত হওয়া গেল কিছুক্ষণের মধ্যেই৷ প্রশান্ত কিশোরের সঙ্গে রীতিমতো চুক্তি করে নিল তৃণমূল নেতৃত্ব৷ ২০২১ এ বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করবেন প্রশান্ত কিশোর৷

Advertisement

[আরও পড়ুন: অঞ্জু ঘোষ ভারতীয়ই, বার্থ সার্টিফিকেট প্রকাশ করে দাবি বিজেপির]

এদিন বিকেলে নবান্নে আসেন প্রশান্ত কিশোর৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ১ ঘণ্টা ৪০ মিনিট মতো আলোচনা করেন তিনি৷ পেশাদারিভাবে একদা আপের এই নেতা নির্বাচনী রণকৌশল ঠিক করে থাকেন৷ দিল্লিতে আপ সরকারের আগমন, ২০১৪-এ মোদি সরকারের ক্ষমতায় আসা থেকে সম্প্রতি অন্ধ্রে জগনমোহন রেড্ডির বিপুল ভোটে জিতে সরকার গঠন – সবেতেই প্রশান্ত কিশোরের ব্লু প্রিন্ট অনুযায়ী প্রত্যাশিত সাফল্য এসেছে৷ এবার কি তৃণমূলও তাঁকে কাজে লাগাতে চাইছে? তবে কি ২০২১এর বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই হবে প্রশান্তের ঠিক করে দেওয়া স্ট্র্যাটেজি অনুযায়ী? সেই প্রশ্নই উঠছিল রাজ্য রাজনীতিতে৷ তাতেই সিলমোহর পড়ল প্রশান্তের সঙ্গে তৃণমূলের চুক্তির খবর প্রকাশিত হওয়ার পর৷

উনিশের নির্বাচনে প্রত্যাশার চেয়ে অনেক খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের৷ বিয়াল্লিশের বিয়াল্লিশ টার্গেট নিয়ে ২২টি আসন পেয়েছে রাজ্যের শাসকদল৷ ১৮টি আসন জিতে নিয়েছে গেরুয়া শিবির৷ রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি৷ যা নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে৷

[আরও পড়ুন: তথাগত রায়কে অপসারণের দাবিতে হাজরায় ধরনা বঙ্গজননী বাহিনীর়]

ফলপ্রকাশের পর গতিপ্রকৃতি বুঝে জমি উদ্ধারে নতুন করে ঝাঁপিয়ে পড়ার নকশা তৈরি করছে তৃণমূল কোর কমিটি৷ একাধিকবার বৈঠক, আলোচনার মাধ্যমে নিত্যদিন নতুন নতুন পরিকল্পনা ছকা হচ্ছে৷ তা সত্ত্বেও এবার ১০০ শতাংশ সাফল্য পেতেই  পেশাদারিভাবে স্ট্র্যাটেজিস্টের সাহায্য নিচ্ছেন তৃণমূল নেত্রী৷ আর তাই ভোটের অঙ্কে সবচেয়ে বেশি সফল হওয়া প্রশান্ত কিশোরকেই ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চুক্তিও হয়ে গিয়েছে দু’পক্ষের৷ ফলে ২০২১-এ বিজেপির আসল লড়াই হতে চলেছে প্রশান্ত কিশোরের সূক্ষ্ম এবং সাফল্যের পথে প্রায় নিশ্চিত এক স্ট্র্যাটেজির বিরুদ্ধে৷  

The post নির্বাচনে সাফল্য পেতে নয়া অস্ত্র, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে বিধানসভায় লড়বে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement