shono
Advertisement

চাপে পড়ে প্রত্যাঘাত প্রশান্ত কিশোরের! তোপ দাগলেন নীতীশের ডেপুটিকে

CAA ইস্যুতে দলের অন্দরে বেশ চাপে ছিলেন প্রশান্ত কিশোর। The post চাপে পড়ে প্রত্যাঘাত প্রশান্ত কিশোরের! তোপ দাগলেন নীতীশের ডেপুটিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Jan 25, 2020Updated: 04:28 PM Jan 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার রাজনীতিতে ক্রমশ ব্রাত্য হতে থাকা প্রশান্ত কিশোর (Prashant Kishor) এবার প্রত্যাঘাতের পথে হাঁটছেন। কোনওপ্রকার রাখঢাক না করেই নীতীশ কুমারের ডেপুটি তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিকে (Sushil Kumar Modi) তোপ দাগলেন তিনি। সম্প্রতি সুশীল মোদি নাম না করে প্রশান্ত কিশোরকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন। তাঁর পালটা একটি পুরনো ভিডিওকে হাতিয়ার করে সুশীল মোদিকে আক্রমণ করলেন প্রশান্ত কিশোর।

Advertisement

সুশীল মোদি

জেডিইউয়ের সর্বভারতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোর এবং বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির সম্পর্ক শুরু থেকেই আদায়-কাঁচকলায়। বিশেষ করে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পিকে যেভাবে সরব হয়েছেন, তা মেনে নিতে পারছেন না বিজেপি নেতারা। দলে থেকেই সিএএ বিরোধিতা করে অবশ্য বিপাকেও পড়তে হয়েছে প্রশান্ত কিশোরকে। ধীরে ধীরে নীতীশের (Nitish Kumar) ঘনিষ্ঠ বলয় থেকে সরে যাচ্ছেন তিনি। এমনকী, দিন তিনেক আগে নাম না করে তাঁকে এবং দলের আরেক নেতা পবন বর্মাকে দল ছাড়ার বার্তাও দিয়েছেন নীতীশ। এই পরিস্থিতিতে বেশ চাপেই পড়ে গিয়েছেন প্রশান্ত কিশোর। এই চাপের মুখেও অবশ্য তিনি সুশীল মোদিকে কটাক্ষ করতে ছাড়ছেন না।

[আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ থেকে আসা মুসলিমদের তাড়ানো উচিত, মন্তব্য শিব সেনার]

সম্প্রতি সুশীল মোদি একটি টুইট করে বলেছিলেন, “নীতীশ কুমারের সবচেয়ে বড় সমস্যা হল, তিনি সবাইকে মাটি থেকে তুলে এনে বড় পদে বসান। কাউকে নিজের জায়গা ছেড়ে দেন, কাউকে রাজ্যসভার সাংসদ করেন আবার কাউকে অরাজনৈতিক জায়গা থেকে তুলে এনে বড় পদ দেন। এঁরাই আবার পরে তাঁর সঙ্গে বেইমানি করেন। আসলে রাজনীতিতে সবসময় সবকিছু বৈধ হয় না।”

[আরও পড়ুন: দিল্লিতে CAA আন্দোলনে জিন্নার স্বপক্ষে স্লোগান দেওয়া হয়েছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর]

সেদিনের টুইটে সুশীলের লক্ষ্যে যে প্রশান্ত কিশোর ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই পালটা এসেছে পিকের তরফে। সুশীলের এই মন্তব্যকে একেবারেই ভাল চোখে নেননি তিনি। সুশীল মোদির একটি পুরনো ভিডিও ব্যবহার করে তাঁকে তীব্র কটাক্ষে বিঁধেছেন প্রশান্ত কিশোর। টুইটে তিনি লেখেন, “মানুষের চরিত্র যাচাই করার কাজে সুশীল মোদির জুড়ি মেলা ভার। আগে মুখে বলে মানুষের চরিত্র যাচাই করতেন, এখন লিখিত অবস্থায় চরিত্রের সংশাপত্র দেন।” আসলে উপমুখ্যমন্ত্রী হওয়ার আগে সুশীল মোদি নীতীশ কুমারকেও বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছিলেন। বিশ্বাসঘাতকতা নীতীশ কুমারের রক্তে আছে বলে দাবি করেছিলেন। এদিন, সেই ভিডিওটিই ব্যবহার করেন প্রশান্ত কিশোর।

The post চাপে পড়ে প্রত্যাঘাত প্রশান্ত কিশোরের! তোপ দাগলেন নীতীশের ডেপুটিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement