সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair)। বহুদিন বাদে মেলা প্রাঙ্গনে নতুন বইয়ের গন্ধ পাবেন বইপ্রেমীরা। এবার আরও এক বিশেষত্ব থাকছে মেলার ভিতরে। নেতাজি সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Bose) এবং ঋষি অরবিন্দর নামে হচ্ছে দু’টি হল। দু’টি তোরণের নাম হচ্ছে সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে হচ্ছে মুক্তমঞ্চ।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। বেলা তিনটে নাগাদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন থিম কান্ট্রি বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ, বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, সেলিনা হোসেন।
[আরও পড়ুন: ফের পলাতক গৃহবধূ! ১৪ বছরের সংসার ও দুই সন্তানকে ছেড়ে মিস্ত্রির সঙ্গে ছাড়লেন ঘর]
জানা গিয়েছে, এবার মোট ৬০০টি স্টল থাকছে। লিটল ম্যাগাজিনের ২০০টি স্টল হচ্ছে। মেলায় ঢোকা ও বেরোনোর জন্য মোট ন’টি তোরণ থাকছে। যার মধ্যে তিনটি তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর লেখা বইয়ের আদলে। বঙ্গবন্ধুর নামে একটি গেটও থাকছে। দু’টি সত্যজিৎ রায় (Satyajit Ray) ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে। একটি বিশ্ববাংলা গেটও থাকছে।
মেলার দু’টি হলের নাম দেওয়া সুভাষচন্দ্র বসু ও ঋষি অরবিন্দর নামে। লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ানে হবে কবি-সম্পাদক শম্ভু রক্ষিত ও প্রভাত চৌধুরী নামে। মুক্তমঞ্চ হচ্ছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নামে। বই মেলার জন্য এবারও বিশেষ বাসের ব্যবস্থা থাকছে। বিধাননগরের অটোচালকদের সঙ্গে কথা বলে নির্দিষ্ট ভাড়া ঠিক করা হয়েছে। পিয়ারলেস হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল সাহায্যের ব্যবস্থাও রাখা হচ্ছে। এবারই প্রথম বই মেলায় অংশ নিচ্ছে ইরাক। এবারও সিইএসসির সাহায্যে থাকছে বইমেলার অ্যান্ড্রয়েড অ্যাপ। মেলা যাতে পরিবেশ বান্ধব হয় সেই খেয়াল রাখবে বনদপ্তর।