মিঠুন, উষা উত্থুপের হাতে 'পদ্মভূষণ' তুলে দিলেন রাষ্ট্রপতি, 'পদ্মশ্রী' পেলেন মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল
সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
Tap to expand
চলতি বছরের শুরুতেই পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। সেই তালিকায় ছিল বাংলার গুণীজনরাও। যার মধ্যে ছিলেন মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ। ছবি - পিটিআই
Tap to expand
তালিকায় ছিলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ-নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর, মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার। ছবি-পিটিআই
Tap to expand
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সে টেনিসের ডবলসে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। সবচেয়ে বেশি বয়সে ডবলসে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ডও রয়েছে। ছবি- পিটিআই
Tap to expand
তালিকায় ছিলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ-নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর, মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার। 'পদ্মশ্রী' পেয়েছেন তাঁরা। ছবি- পিটিআই
Tap to expand
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিল্পকলায় বাংলাদেশের গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন।
Tap to expand
বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। পদ্মশ্রী পেলেন তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন।
Tap to expand
পাশাপাশি 'পদ্মবিভূষণ' সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালা, বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যমকে।
Tap to expand
রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পেলেন অভিনেত্রী নির্মল ঋষি। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
Published By: Akash MisraPosted: 11:20 PM Apr 22, 2024Updated: 12:54 PM Apr 23, 2024
সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।