নিজস্ব সংবাদদাতা, আগরতলা: আরও সহজ হল কলকাতা-আগরতলা (Kolkata-Agartala) রেল যাত্রা। বিমানের উপর চাপ কমাতে উত্তর-পূর্বের রেল পরিষেবায় (Railways) আরও দু’টি পালক জুড়ল বৃহস্পতিবার। গুয়াহাটি থেকে কলকাতা ট্রেন পরিষেবা আগরতলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে আগরতলা থেকে জিরিবাম (মণিপুর) জনশতাব্দী এক্সপ্রেস মণিপুরের খংসাং পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এদিন আগরতলা রেলস্টেশনে ওই দু’টি ট্রেনের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।
আগরতলা থেকে জিরিবামের মধ্যে চলাচলকারী জনশতাব্দী (Jan Satabdi) এক্সপ্রেস ট্রেনটি ১৪ অক্টোবর থেকে সপ্তাহে তিনদিন – সোম, বুধ ও শুক্রবার চলবে। এই সেকশনটি জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের অধীনে নতুন করে তৈরি হয়েছে। সড়কপথে ৩০০ কিলোমিটার দূরত্বের এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা। ট্রেন যাত্রায় প্রায় ৭ ঘণ্টায় অতিক্রম করা যাবে। অর্থাৎ অর্ধেকেরও কম সময় লাগবে। জনশতাব্দী এক্সপ্রেসে নতুন লিংকে হফমেন বুশ কোচ-সহ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও এই ট্রেনে একটি ভিস্তাডোম কোচও সংযুক্ত করা হয়েছে। একটি এসি চেয়ার কার, চারটি নন-এসি চেয়ার কার, একটি লাগেজ কাম পাওয়ার কার ও একটি গার্ড কাম লাগেজ রেক-সহ মোট ৮টি কামরা রয়েছে।
[আরও পড়ুন: পাঁশকুড়া যাওয়ার পথে বিকট শব্দে থামল ট্রেন, আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত কয়েকজন যাত্রী]
স্পেশ্যাল ট্রেন চলাচল ও নিয়মিত চলাচল দুটোই আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর জংশন, অরুণাচল প্রদেশ, জিরিবাম, ভাঙ্গাইচুংপাও, রানি গাইদিনলিউ ও থিংগৌউ হয়ে হবে। এদিকে আগরতলা থেকে কলকাতা ভায়া গুয়াহাটি ট্রেন ত্রিপুরার শুধু ধর্মনগরে বাণিজ্যিক স্টপেজ দেবে। এছাড়া নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, মান্দারডিসা, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, কাটোয়া, নবদ্বীপ ধাম ও ব্যান্ডেলে বাণিজ্যিক স্টপেজ দেবে।
[আরও পড়ুন: বেলদায় দিলীপকে ‘গোব্যাক’ স্লোগান তৃণমূলের, ‘MP দেখেনি, তাই দেখতে এসেছে’, কটাক্ষ সাংসদের]
এই ট্রেনে একটি এসি প্রথম শ্রেণি তথা এসি ২-টিয়ার, পাঁচটি এসি ৩-টিয়ার, ছয়টি স্লিপার ক্লাস, একটি সাধারণ দ্বিতীয় শ্রেণি এবং দুটি জিএসএলআর মিলে মোট ১৫টি কামরা রয়েছে। এই ট্রেনের আগরতলা থেকে নিয়মিত চলাচল ১৯ অক্টোবর শুরু হবে। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা প্রমুখ।