shono
Advertisement

দুদিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট, জয়পুরে পায়ে হেঁটে ‘ইতিহাস খুঁজবেন’ মোদি-ম্যাক্রোঁ

চলতি বছরে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ম্যাক্রোঁ।
Posted: 09:10 AM Jan 25, 2024Updated: 10:36 AM Jan 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে (Jaipur) নামবে ফরাসি প্রেসিডেন্টের বিমান। চলতি বছরে সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রধান অতিথি তিনি। জয়পুরের আমের দুর্গো থেকে ভারত সফর শুরু ম্যাক্রোঁর। এর পর যন্তরমন্তরে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে হেরিটেজ ট্যুরে বের হবেন। এর পর প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে রোড-শোতেও যোগ দেবেন তিনি। দুই রাষ্ট্রনেতা পায়ে হেঁটে ‘খুঁজবেন ইতিহাস’।

Advertisement

এই ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে বাংলার। ১৭৩৪ সালে দুই ফরাসি জেসুইট জ্যোতির্বিজ্ঞানী হুগলি নদী তীরের শহর চন্দননগরে জেসুইট মিশনে নিযুক্ত ছিলেন। জয়পুরের প্রতিষ্ঠাতা জ্যোতির্বিজ্ঞানী রাজা সওয়াই জয় সিং তাঁদের যন্তরমন্তর পরিরদর্শনে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। মোদি-ম্যাক্রোঁ রোড শোয়ে সেই ইতিহাসেরই পুনরুত্থান ঘটবে বৃহস্পতিবার। যন্তরমন্তর থেকে সঙ্গনী গেট অবধি হাঁটবেন দুই রাষ্ট্রনেতা, এমনটাই জানা গিয়েছে।

 

[আরও পড়ুন: ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন? কমিশনের ‘নোটে’ জল্পনা তুঙ্গে]

সূত্রের খবর, হাওয়া মহলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মশলা চা পান করবেন। সেখানেই তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন, যার দাম মেটাবেন ভিম ইউপিআই ব্যবহার করে। রাতে রামবাগ প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। আগামিকাল প্রজাতন্ত্র দিবসেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরাসি প্রেসিডেন্ট।

 

[আরও পড়ুন: অব্যাহত জোটের জট! ফের একলা চলার ইঙ্গিত মমতার, আদৌ থাকবেন রাহুলের ন্যায় যাত্রায়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement