shono
Advertisement

রাজ্যসভার চার সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

কে কে যাচ্ছেন রাজ্যসভায়, জানেন? The post রাজ্যসভার চার সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:57 PM Jul 14, 2018Updated: 07:27 PM Jul 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার সদস্য হিসাবে সমাজের চারজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির মনোনয়ন অনুযায়ী নির্বাচিত চার সদস্য হলেন, কৃষক নেতা রাম শাকাল, লেখক রাকেশ সিনহা, ভাস্কর রঘুনাথ মহাপাত্র ও ক্লাসিক্যাল নৃত্যশিল্পী সোনাল মানসিং৷ আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে সংসদের উভয়কক্ষের বাদল অধিবেশন৷ চলবে ১০ অগস্ট পর্যন্ত৷ জানা গিয়েছে, আসন্ন বাদল অধিবেশন থেকেই উচ্চকক্ষের সদস্য হিসাবে কাজ শুরু করবেন এনারা সকলে৷

Advertisement

[টুইটারে তিন লক্ষ ফলোয়ার্স খোয়ালেন নরেন্দ্র মোদি, জানেন কেন?]

এদের মধ্যে রাম শাকাল হলেন উত্তরপ্রদেশের কৃষক নেতা৷ দলিত সম্প্রদায়ের উন্নতির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি৷ উত্তরপ্রদেশের রবার্টগঞ্জ লোকসভা থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি৷ রাকেশ সিনহা হলেন বিখ্যাত লেখক৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মতিলাল নেহেরু কলেজের অধ্যাপক তিনি৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের সঙ্গে যুক্ত তিনি৷ ভারতনাট্যম ও ওডিশি নৃত্যের পরিচিত মুখ হলেন সোনাল মানসিং এবং রঘুনাথ মহাপাত্র হলেন বিখ্যাত ভাস্কর৷

[বিনা টিকিটের যাত্রায় রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ রেলের]

ভারতীয় সংবিধানে ৮০ নম্বর ধারা অনুযায়ী সমাজের বিশিষ্ট ১২ জন ব্যক্তিকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করার ক্ষমতা দেওয়া রয়েছে রাষ্ট্রপতিকে৷ সেই ধারা ব্যবহার করেই কৃষক নেতা রাম শাকাল, লেখক রাকেশ সিনহা, ভাস্কর রঘুনাথ মহাপাত্র ও ক্লাসিক্যাল নৃত্যশিল্পী সোনাল মানসিং-কে এবার মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আগামী ছ’বছর রাজ্যসভার সদস্য হিসাবে কাজ করবেন এনারা৷

The post রাজ্যসভার চার সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement