shono
Advertisement
Syria

মাঝপথে ব়াডার থেকে উধাও! কোথায় নিরুদ্দেশ হল সিরিয়ার প্রেসিডেন্টের বিমান?

বিদ্রোহীরা দামাস্কাসের দখল নিলে বিমানে রাজধানী ছাড়েন আসাদ! ফ্লাইটট্রেডারের তথ্য বলছে, অদৃশ্য হওয়ার আগে হুড়মুড় করে প্রায় ২ হাজার মিটার নিচে নেমে আসে বিমানটি।
Published By: Kishore GhoshPosted: 04:25 PM Dec 08, 2024Updated: 05:09 PM Dec 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। রয়টার্স সূত্রে জানা গিয়েছিল, বিমানে চেপে রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট। এর মধ্যেই গুঞ্জন, মাঝআকাশ থেকে উধাও হয়েছে আসাদের বিমান। তাহলে কি দুর্ঘটনার মুখে পড়েছে সেটি অথবা বিমানটিকে গুলি করে নামিয়েছে বিদ্রোহীরা? বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদ? কেউ কেউ অবশ্য বলছেন, হাই প্রোফাইল আসাদের বিমান রাডার থেকে আচমকা উধাও হয়েছে নিরাপত্তার খাতিরে। সেক্ষেত্রে লাখ টাকার প্রশ্ন, প্রেসিডেন্টের গন্তব্য কোথায়?

Advertisement

আসাদের বিমান সংক্রান্ত তথ্য মিলেছে ফ্লাইটট্রেডার২৪.কম থেকে। সেখানে বলা হয়েছে, ঠিক যে সময়ে দামাস্কাসের দখল নেয় বিদ্রোহী বাহিনী, সেই সময়েই সিরিয়ার মাটি ছাড়ে আসাদের বিমান (Ilyushin Il-76T)। সেটি দেশটির উপকূলের দিকে এগিয়ে যায়। পরে ইউটার্ন করে বলে খবর। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ওয়েবসাইটের লাইভ মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইটট্রেডারের তথ্য বলছে, অদৃশ্য হওয়ার আগে হুড়মুড় করে প্রায় ২ হাজার মিটার নিচে নেমে আসে বিমানটি।

অনুমান করা হচ্ছে, হোমস শহর ডিঙোতে গেলে বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে আসাদের বিমান। এর পরই সেটি অদৃশ্য হয়ে যায়। তাহলে কি বিদ্রোহী বন্দুকবাজরাই বিমানটিকে গুলি করে নামিয়েছে? নাকি দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি! প্রধান প্রশ্ন, বিদ্রোহীদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ কি নিহত হয়েছেন? অন্য মত হল, বহাল তবিয়তে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট।নিরাপত্তার খাতিরে তাঁর বিমানের গতিবিধি রাডার থেকে মুছে ফেলা হয়েছে। রাশিয়ার নির্দেশে মিত্র সেনাঘাঁটিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সবটাই এখন ধোঁয়াশায় ঢাকা।

প্রসঙ্গত, ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। রাজধানীতেই ঢুকেই ‘যুগের অবসান’ ঘোষণা করেছে তারা। শোনা যাচ্ছে, ‘স্বাধীনতা’র আনন্দে সিরিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে রাজনৈতিক বন্দিদের। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, আসাদের উৎখাতে কি গৃহযুদ্ধ থামল সিরিয়ায়? নাকি আগামী দিনে যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে? রাশিয়া, আমেরিকা, ইরানের মতো শক্তিগুলোর আধিপত্য বিস্তারের খেলায় বোড়ে সিরিয়ার ভবিষ্যত কী? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিরিয়ার প্রেসিডেন্টের বিমান সংক্রান্ত তথ্য মিলেছে ফ্লাইটট্রেডার২৪.কম থেকে।
  • অনুমান করা হচ্ছে, হোমস শহর ডিঙোতে গেলে বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে আসাদের বিমান।
Advertisement