সুপর্ণা মজুমদার: বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিনিয়োগের বার্তা দেওয়া নতুন কিছু নয়৷ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন তবু সাক্ষী থাকল অভূতপূর্ব কিছু মুহূর্তের৷ যখন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রেক্ষিতে দেশের উন্নতিতে রাজ্যের উন্নয়নের সম্পর্ক তুলে ধরে, পশ্চিমবঙ্গকেই বিনিয়োগের ঠিকানা বলে চিহ্নিত করলেন খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ পাশাপাশি রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে ঘরোয়া পরিবেশে বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
গতবছর মোট ২৬টি দেশের শিল্প প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন৷ এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৯৷ ছোট্ট এই পরিসংখ্যানই জানিয়ে দিচ্ছে বাংলার প্রতি বিশ্বের শিল্পমহলের আগ্রহ কতটা বেড়েছে৷ সে কথা তুলে ধরলেন খোদ রাষ্ট্রপতিও৷ উন্নয়নের প্রধান শর্ত হল, রাজনৈতিক স্থিতাবস্থা,
একই আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ বাম আমলে শ্রমদিবস নষ্টের যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা রাজ্য কাটিয়ে উঠেছে৷ যে সদর্থক পরিবর্তন বিগত কয়েক বছরে এসেছে তা তুলে ধরেই শিল্পপতিদের ডাক দেন তিনি৷ তবে আরও একটি বৈশিষ্টও তিনি তুলে ধরেন৷ তা হল রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য৷ কর্পোরেট মেজাজ, বাণিজ্যের শর্ত, লাভ-লোকসান ইত্যাদি তো থাকবেই৷ তবে তার সঙ্গে একটা ঘরোয়া পরিবেশ এই রাজ্য তুলে দেবে, যা বাংলার একান্ত নিজস্ব সম্পদ৷ এ কথা শোনা গেল রাষ্ট্রপতির মুখেও৷ বিশ্বের শিল্পপতিদের তিনি জানালেন, তাঁরা যখন দেশে ফিরবেন তখন তাঁদের হৃদয়ে জেগে থাকবে বাংলার আতিথেয়তার সংস্কৃতি৷ পাশাপাশি রাষ্ট্রপতি জানালেন, প্রান্তিক মানুষদেরও উন্নয়নের মূলস্রোতের সঙ্গে যোগ করতে পেরেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর সাইকেল প্রদান প্রকল্পের প্রশংসা শোনা গেল প্রণববাবুর মুখে৷ এর ফলে সাইকেল তৈরির একটি আদর্শ জায়গা হয়ে উঠেছে রাজ্য৷ রাজ্যের শিল্প সম্ভাবনাগুলোই সুচারুভাবে তুলে ধরেন তিনি৷ বাংলা যে শিল্পের পিঠস্থান হয়ে উঠতে ল্যান্ড ম্যাপ তৈরি করেছে, তাও এদিন শিল্পপতিদের জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷
সব মিলিয়ে বাংলার সংস্কৃতি ও শিল্পবান্ধব পরিবেশের ছবিটি নিখুঁতভাবেই তুলে ধরা হয় আগত শিল্পপ্রতিনিধিদের সামনে৷ আর তা ফুটিয়ে তুলতে রাষ্ট্রপতি যেভাবে সওয়াল করলেন, তা নিঃসন্দেহে তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বড় প্রাপ্তি৷
The post রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির appeared first on Sangbad Pratidin.