shono
Advertisement

মেট্রোর ঘাড়ে দায় চাপিয়ে সেতু বিপর্যয়ের তদন্তে বিশেষ কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

২০ চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা৷ The post মেট্রোর ঘাড়ে দায় চাপিয়ে সেতু বিপর্যয়ের তদন্তে বিশেষ কমিটি গঠন মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM Sep 06, 2018Updated: 09:45 PM Sep 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর নবান্নে ডাকা জরুরি বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেতু রক্ষণাবেক্ষণের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি৷ এক সপ্তাহের মধ্যে শহরের সবকটি সেতুর হাল ও মাঝেরহাট বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন কমিটির সদস্যরা৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ, দুর্বল সেতুতে যান নিয়ন্ত্রণ ও সেতুর নিচে  জায়গা খালি করে দিতে হবে পুলিশ৷ ২০ চাকার ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে ট্রাক ওভারলোডিং নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি৷

Advertisement

[পরকীয়ার জের, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে শিশুকন্যাকে খুন মায়ের]

 

নবান্নে সেতু নিয়ে জরুরি বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাঝেরহাট ও পোস্তা উড়ালপুলের বিপর্যয়ের শহরের সবকটি সেতুর পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে৷ মুখ্যসচিবের নেতৃত্বাধীন এই কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করবে৷ মাঝেরহাট ও পোস্তার ঘটনায় বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে৷ তাদের মতামত নেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷’’ মাঝেরহাট সেতু বিপর্যয়ের ঘটনার দায়  মেট্রো রেল কর্তৃপক্ষের উপর চাপিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘মাঝেরহাটের সেতুটি ৫৮ বছরের পুরানো৷ পোর্ট ট্রাস্ট সেতুটি নির্মাণ করে পূর্ত দপ্তরের হাতে তুলে দেয়৷ আমাদের আশঙ্কা, মেট্রো রেলের কাজ চালার কারণে এই সেতু বিপর্যয় ঘটেছে৷ যতদিন না পর্যন্ত কমিটি তাদের তদন্ত প্রক্রিয়া শেষ না হয়, ততদিন মেট্রো রেল কাজ বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে৷’’ সেতুভঙ্গের তদন্ত রিপোর্ট জমা না পড়া পর্যন্ত মাঝেরহাটে মেট্রোর কাজ বন্ধ থাকবে বলে  বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[সেতু বিপর্যয়ে খুনের মামলার দাবি যুব মোর্চার, ধুন্ধুমার পোস্তায়]

তবে শুধু মাঝেরহাট কিংবা পোস্তা নয়, শহর ও শহরতলি কমপক্ষে ২০টি সেতুর স্বাস্থ্য নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর৷  মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিয়ালদহ, উল্টোডাঙা, চিংড়িঘাটা, সাঁতরাগাছি সেতুর জীবন শেষ হয়ে গিয়েছে৷ আরও ২০টি ব্রিজ দুর্বল হয়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি৷’’ অবিলম্বে এই সেতুগুলি মেরামত করা হবে বলেও জানান তিনি৷ একই সঙ্গে শিয়ালদহ উড়ালপুলের নীচে হকারদের বিকল্প ব্যবস্থা করে সেতু সংস্কার করা হবে বলেও জানান তিনি৷ এই কাজে হকারদের সহযোগিতার আশ্বাস আর্জি জানান তিনি৷ একই সঙ্গে ওভার ব্রিজের নীচে বেআইনি জবরদখল তুলতেও পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে পণ্যবাহী ট্রাক চলাচলের উপরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে আর ২০ চাকার গাড়ি চলতে দেওয়া হবে না৷ এই ধরণের গাড়ির জন্যই ব্রিজের ক্ষতি হচ্ছে৷ এমনকি ওভারলডিংয়ের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি৷

The post মেট্রোর ঘাড়ে দায় চাপিয়ে সেতু বিপর্যয়ের তদন্তে বিশেষ কমিটি গঠন মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement