সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে বিজয়ঘাটে তাঁর সমাধিস্থলেও মাল্যদান করেন প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: জঞ্জালের পাহাড় সাফ করবেন মোদি! পরিচ্ছন্ন শহর গড়তে শুরু ‘স্বচ্ছ ভারত’ অভিযান ২.০]
আজ শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও পালন করছে দেশ। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-সহ দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা শ্রদ্ধাজ্ঞাপন করেছেন গান্ধীজির প্রতি। রাজঘাট ও বিজয়ঘাটে মাল্যদান করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শ্রদ্ধাজ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিরলা।
নিজের টুইটার হ্যান্ডেলে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করছি। পূজ্য বাপুর জীবন ও আদর্শ দেশের পরবর্তী প্রজন্মকে কর্তব্যের পথে হাঁটতে উৎসাহিত করবে। গোটা বিশ্বে তাঁর আদর্শ আজ প্রযোজ্য এবং তা লক্ষ লক্ষ মানুষকে শক্তি যোগাচ্ছে।”
এদিন লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শত শত প্রণাম জানাচ্ছি। মূল্যবোধ উপর নির্ভর তাঁর জীবন সবসময় দেশের জনতাকে অনুপ্রেরণা যোগায়।”