shono
Advertisement

বাঁধ মানল না আবেগ, সুষমাকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল মোদি-আডবানীর

বাঁশুরির মাথায় হাত রাখতেই জল চলে এল মোদির চোখে। The post বাঁধ মানল না আবেগ, সুষমাকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল মোদি-আডবানীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:02 PM Aug 07, 2019Updated: 03:23 PM Aug 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক প্রয়াণে কেউ মাতৃহারা, কেউ যেন হারিয়েছেন নিজের দিদিকে। স্বাভাবিকভাবেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ ভিড় জমালেন তাঁর বাড়ি এবং বিজেপির সদর দপ্তরে। চোখের জলে প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেত্রীকে শেষ বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

[আরও পড়ুন:  পরিবারের অমতে বিয়ে, ৪৪ বছর পর সুষমাকে হারিয়ে নিঃসঙ্গ স্বামী]

সুষমার মরদেহে শ্রদ্ধা জানানোর পর তাঁর মেয়ে বাঁশুরির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মোদি। মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। বাঁশুরির মাথায় হাত রাখার পর আর নিজেকে সামলাতে পারেননি মোদি।ক্যামেরায় ধরা পড়ল তাঁর অশ্রুসিক্ত চোখ। যিনি নিজেকে ৫৬ ইঞ্চি ছাতির মালিক বলে দাবি করেন, সেই অসম-সাহসী মোদির চোখে জল দেখে অবশ্য অবাক হননি কেউই। সুষমা স্বরাজ আসলে, এতটাই কাছের মানুষ, যে তাঁর মৃত্যুতে আবেগ নিয়ন্ত্রণ করাটা সত্যিই কঠিন ছিল। গতকালই টুইটে লেখেন, সুষমা স্বরাজের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীকে হারানোটা যে প্রধানমন্ত্রীকে কতটা ধাক্কা দিয়েছে, তা বোঝা গেল মোদি যখন সুষমাকে শেষশ্রদ্ধা জানাতে গেলেন। একনিষ্ঠ সহকর্মীকে হারানোর বেদনাটা আর চাপা রইল না। আবেগের বশে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না মোদি।

প্রধানমন্ত্রী একা নন, সুষমার আকস্মিক প্রয়াণে শোকাহত দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীও। শোক বিবৃতিতে লিখলেন, ‘‘দেশ আজ এক অনবদ্য রাজনৈতিক নেতাকে হারালো৷ আমার কাছে এটা অপূরণীয় ক্ষতি৷ আমি সর্বদা সুষমাজি’র উপস্থিতি মনে রাখব৷ স্বরাজজি ও বাঁশুরিকে আমার সমবেদনা৷ ওম শান্তি!’’ সহযোদ্ধার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে যান তিনি৷ বলেন, সুষমা স্বরাজের মৃত্যু কেবল বিজেপি নয়, দেশের রাজনৈতিক ক্ষেত্রে বড় ক্ষতি৷

 

[আরও পড়ুন: ‘আগামিকাল ১ টাকা নিয়ে যাবেন’, শেষ ফোনে হরিশ সালভেকে বলেন সুষমা]

বুধবার সকাল থেকে স্বরাজের বাসভবনে গিয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা, সাংসদ হেমা মালিনী, বাবা রামদেব, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, মুক্তার আব্বাস নকভি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বরুণ গান্ধী-সহ বহু নেতা-নেত্রী।

The post বাঁধ মানল না আবেগ, সুষমাকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল মোদি-আডবানীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement